ঘরের পুরানো টিভিকে বানান স্মার্ট, ৩ হাজার টাকার কমে লঞ্চ হল Amazon Fire TV Stick Lite

Amazon গতকাল Fire TV Stick Lite with all-new Alexa Voice Remote Lite নামের একটি নতুন স্ট্রিমিং ডিভাইস ভারতে লঞ্চ করেছে। ২০২০ সালে আত্মপ্রকাশ করা Fire TV Stick Lite এর নয়া ভার্সন হিসেবে আসা এই স্টিকে পাওয়া যাবে অ্যালেক্সা ভয়েস রিমোট লাইট ফিচার। এর রিমোটে Amazon Prime Video এবং Netflix সহ একাধিক অ্যাপকে একটি মাত্র ট্যাপে অ্যাক্সেস করার জন্য ডেডিকেটেড বাটন অন্তর্ভুক্ত রয়েছে। একই সাথে, বিদ্যমান অন্যান্য ওটিটি অ্যাপগুলি চালনা করার জন্য একটি শর্টকাট বা ‘হট-কী’বাটন দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সংস্থাটি গত বছর Amazon Prime Video এবং Netflix অ্যাক্সেস করার জন্য ডেডিকেটেড বাটন সমেত Fire TV Stick Voice Remote (3rd Generation) -ও চালু করেছিল।

Amazon Fire TV Stick Lite with all-new Alexa Voice Remote Lite এর দাম

অ্যামাজন ইন্ডিয়ার লিস্টিং অনুসারে, ভারতে অ্যামাজন ফায়ার টিভি স্টিক লাইট উইথ অল-নিউ অ্যালেক্সা ভয়েস রিমোট লাইট -কে ২,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে।

Amazon Fire TV Stick Lite with all-new Alexa Voice Remote Lite এর স্পেসিফিকেশন

অ্যামাজন ফায়ার টিভি স্টিক লাইট উইথ অল-নিউ অ্যালেক্সা ভয়েস রিমোট লাইট প্রকৃতপক্ষে ২০২০ সালে লঞ্চ হওয়া মডেলটির প্রায় অনুরূপ বৈশিষ্ট্যের সাথেই এসেছে। যেমন, এটি ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ফুল এইচডি (১০৮০পিক্সেল) রেজোলিউশনে কন্টেন্ট স্ট্রিমিং অফার করবে। যদিও সদ্য লঞ্চ হওয়া ডিভাইসটিতে অ্যালেক্সা ভয়েস রিমোট লাইট ফিচারের সমর্থন উপলব্ধ থাকায়, তা বিদ্যমান মডেলটির থেকে সামান্য আলাদা তথা অ্যাডভান্স।

আবার এর রিমোটে – অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স এবং অ্যামাজন মিউজিকের মতো জনপ্রিয় অ্যাপ অ্যাক্সেস করার জন্য ডেডিকেটেড বোতাম দেওয়া হয়েছে। এছাড়া, ফায়ার টিভি স্টিকের অন্যান্য যাবতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করার জন্য একটি ‘হট-কী’ বা শর্টকাট বাটন উপস্থিত রয়েছে। উপরন্তু, ব্যবহারকারীরা বান্ডেল রিমোটে থাকা ভয়েস বাটন ব্যবহার করে অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টও অ্যাক্সেস করতে পারবেন বলে অ্যামাজন তাদের লিস্টিংয়ে উল্লেখ করেছে।

তদুপরি, দ্রুত কানেক্টিভিটির জন্য অ্যামাজনের এই স্ট্রিমিং ডিভাইসে ব্লুটুথ সাপোর্ট উপলব্ধ। Amazon Fire TV Stick Lite with all-new Alexa Voice Remote Lite -এর পরিমাপ ১৪২x৩৮x১৬ মিমি এবং ওজন ৪২.৫ গ্রাম (ব্যাটারি ছাড়া)। সুতরাং দেখতে গেলে, এই রিমোটের পরিমাপ পূর্বসূরির মতোই এক সমান। যদিও নতুন মডেলটি বিদ্যমান ফায়ার টিভি স্টিক লাইট রিমোটের (৪৩.৪ গ্রাম) থেকে ওজনে সামান্য হালকা৷

জানিয়ে রাখি, আপনি আপনার বাড়ির পুরানো টিভি কে স্মার্ট বানানোর জন্য Amazon Fire TV Stick Lite কিনতে পারেন। এরজন্য টিভিতে একটি এইচডিএমআই পোর্ট থাকতে হবে। পাশাপাশি ওয়াই-ফাই কানেকশন থাকাও বাধ্যতামূলক।