Oppo-র মাস্টার স্ট্রোক, ২০২৩ সাল থেকে সংস্থার ফোন ব্যবহারকারীরা পাবে iPhone-র মতো সুবিধা

Oppo -এর বিরুদ্ধে ইউজাররা গতবছর পর্যন্ত সফ্টওয়্যার আপডেটের দিকে নজর না দেওয়ার অভিযোগ আনত। যদিও এবছর সংস্থাটি দ্রুত গতিতে তাদের ডিভাইসগুলিতে ColorOS 13 আপডেট পৌঁছে দিচ্ছে। শুধু তাই নয়, Oppo ঘোষণা করেছে যে, তাদের ডিভাইসগুলির জন্য ২০২৩ সাল থেকে দীর্ঘ চার বছরের অ্যান্ড্রয়েড ওএস (Android OS) আপগ্রেড এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট পাবে। যদিও প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র প্রিমিয়াম হ্যান্ডসেটগুলির জন্যই এই আপডেট নিয়ে আসা হবে।

আগামী বছর থেকে একাধিক Oppo স্মার্টফোনের জন্য অফার করা হবে মোট চারটি Android OS আপডেট

ওপ্পো তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনগুলির জন্য দীর্ঘমেয়াদি সফ্টওয়্যার ও সিকিউরিটি আপডেট অফার করবে। এক্ষেত্রে এলিজেবল ডিভাইসগুলির তালিকায় – Oppo Find X6 সিরিজ অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের অনুমান। লঞ্চের সময়ে আলোচ্য ফোনগুলি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) ভিত্তিক কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। আর ওপ্পো যদি তাদের প্রতিশ্রুতি মতো কাজ করে, তবে এইসকল আপকামিং হ্যান্ডসেট মোট চারটি অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৭ (Android 17) সংস্করণ পর্যন্ত আপগ্রেড করা যাবে আলোচ্য মডেলগুলিকে। এমনটা হলে ইউজাররাও যথেষ্ট উৎসাহিত হবেন ওপ্পো ব্র্যান্ডিংয়ের স্মার্টফোন কিনতে।

আমরা যদি অ্যান্ড্রয়েড এবং আইফোনের মধ্যেকার অন্যতম পার্থক্যের কথা বলি, তাহলে প্রথমেই উঠবে সফ্টওয়্যার আপডেট দেওয়ার প্রসঙ্গ। কেননা টেক জায়ান্ট অ্যাপল (Apple) তাদের আইফোনের জন্য যেরূপ সফ্টওয়্যার সাপোর্ট সার্কেল অফার করে, তার পরিপ্রেক্ষিতে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নির্মাতা সংস্থাগুলি অনেকটাই পিছিয়ে রয়েছে। উদাহরণস্বরূপ, ৫ বছর বা তার বেশি পুরোনো আইফোন মডেল ২০২২ সালে এসেও কিন্তু আইওএস ১৬ (iOS 16) ওএস আপডেট পাচ্ছে। কিন্তু বিপরীতে এমন অনেক অ্যান্ড্রয়েড মডেল আছে, যেগুলি ৩ বা ৪ বছরের পর সফ্টওয়্যার আপডেট পাওয়া বন্ধ করে দিয়েছে। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই ইউজারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।

তাই স্যামসাং (Samsung), ওপ্পো (Oppo) এবং ওয়ানপ্লাস (OnePlus) -এর মতো টেক ব্র্যান্ডগুলি ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে সফ্টওয়্যার আপডেট আনার দিকে অধিক মনোনিবেশ করেছে। ফলে এরূপ ট্রেন্ড পরিবর্তন হতে দেখে ক্রেতারা হয়তো অদূর ভবিষ্যতে আইফোনের থেকেও একটি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট কেনার প্রতি বেশি আগ্রহী হবেন বলে আমারা আশা করছি।