ভ্যালেন্টাইনস ডে-তে লঞ্চ হচ্ছে Infinix Zero 5G স্মার্টফোন, থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর

৮ তারিখ নয়, বহু চর্চার পর আগামী ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডের দিন ভারতে লঞ্চ হতে চলেছে নতুন Infinix-এর প্রথম 5G স্মার্টফোন Infinix Zero 5G (ইনফিনিক্স জিরো ৫জি) স্মার্টফোন। আজ Flipkart (ফ্লিপকার্ট) ডেডিকেটেড ওয়েবপেজের মাধ্যমে এই ফোনের লঞ্চের দিনক্ষণ নিশ্চিত করেছে। এদিকে লঞ্চের তারিখ ছাড়াও, Flipkart সাইটের তালিকায় Infinix Zero 5G স্পেসিফিকেশনের কিছু বিশদ বিবরণ প্রকাশিত হয়েছে। লিস্টিং অনুযায়ী, আসন্ন হ্যান্ডসেটটি ট্রিপল রিয়ার ক্যামেরাসহ আসবে এবং এটি MediaTek Dimensity 900 প্রসেসর দ্বারা চালিত হবে। শুধু তাই নয় এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন থাকবে। আসুন এখন এই Infinix Zero 5G-এর দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নিই।

Infinix Zero 5G-এর দাম, লভ্যতা

ফ্লিপকার্টের ওয়েবপেজ থেকে জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ইনফিনিক্স জিরো ৫জি স্মার্টফোনটি লঞ্চ হবে। ইনফিনিক্স ইন্ডিয়ার সিইও অনীশ কাপুরের মতে এটি ২০,০০০ টাকার কম দামে আত্মপ্রকাশ করবে।

Infinix Zero 5G-এর স্পেসিফিকেশন

এই মাসের শুরুতে অনীশ কাপুর আসন্ন ইনফিনিক্স জিরো ৫জি স্মার্টফোনের ডিজাইনটি টিজ করেছিলেন। ওই টিজারে ফোনটির পেছনের সাইড দেখা গিয়েছিল এবং এটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের উপস্থিতি নিশ্চিত করেছিল। এখন ফ্লিপকার্টে তালিকায় ফোনের কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এক্ষেত্রে ফোনটিতে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক রয়েছে বলে মনে হচ্ছে। তাছাড়া এটি অন্তত দুটি স্বতন্ত্র রঙের বিকল্প বহন করতে পারে। উপরন্তু, ওয়েবপেজ দেখায় যে ইনফিনিক্স জিরো ৫জি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর সমর্থন করবে৷

আগের রিপোর্টের ভিত্তিতে বলা যায় ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে ফিচার করবে। এদিকে এটি Android 11 ভিত্তিক XOS 10 চালিত হতে পারে। এছাড়া ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ বহন করবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে পাওয়ার ব্যাকআপের ইউজাররা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি পেতে পারেন।