এখন 1000 টাকার কমে কিনুন Redmi-র এই অন্যতম সেরা ফোনটি, মাত্র 46 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে

বর্তমান সময়ে আট থেকে আশি – প্রায় সবারই প্রয়োজনের সামগ্রী হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন। অধিকাংশই এখন বিনোদন, নানারকম কাজ করা, নেটদুনিয়ার সাথে সংযোগ রাখা ইত্যাদির জন্য স্মার্টফোন ছাড়া এক পাও চলতে পারেননা! এদিকে বিগত কয়েকমাস ধরে দেশে 5G নেটওয়ার্ক উপলব্ধ হওয়ায়, বেড়েছে নতুন ফোন কেনার হিড়িকও। এই পরিস্থিতিতে আপনিও যদি হালফিলে পুরোনো স্মার্টফোন আপগ্রেড করার জন্য অথবা 5G-র স্বাদ পেতে একটি নতুন ফোন কিনতে চান, আর আপনার বাজেট খুব বেশি না হয়, তাহলে আজ আপনার জন্য রয়েছে একটি সেরা অফারের হদিশ। আসলে এই মুহূর্তে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon India, ভালো ক্যামেরা, বিশাল ব্যাটারি ব্যাকআপ এবং 5G কানেক্টিভিটিযুক্ত Redmi K50i 5G ফোনে আশ্চর্যজনক অফার দিচ্ছে। ফলে মিড রেঞ্জার এই হ্যান্ডসেটটি এখন হাজার টাকার বিনিময়েই পকেটস্থ করা যেতে পারে। আসুন এখন Redmi K50i 5G-তে উপলব্ধ অফার সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই।

কী-প্যাড ফোনের দামে কিনুন Redmi K50i 5G

রেডমি কে৩০আই ৫জি-র ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে এমআরপি এমনিতে ৩১,৯৯৯ টাকা। তবে অ্যামাজন এখন এই ফোনটি ২৫% ছাড়ে ২৩,৯৯৯ টাকায় বিক্রি করছে। অর্থাৎ এখন স্মার্টফোনটি কিনলে ৮,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এক্ষেত্রে কেউ যদি এই রেডমি ডিভাইসটি এইচএসবিসি (HSBC) ক্যাশব্যাক কার্ড ক্রেডিট কার্ড দিয়ে কেনেন, তাহলে তিনি অতিরিক্ত ২৫০ টাকা বাঁচাতে পারবেন। মিলবে নো কস্ট ইএমআইয়ের সুবিধাও।

তবে মজার ব্যাপার হল যে, চাইলে কিন্তু রেডমি কে৩০আই ৫জি ফোনটি হাজার টাকারও কমে পকেটস্থ করা যাবে। আসলে ক্রেতারা এই ফোনের সাথে পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ২২,৭৯৯ টাকা পর্যন্ত ছাড় পাবেন। সেক্ষেত্রে সব অফার মিলিয়ে ফোনটি কিনতে খরচ হবে মাত্র ৯৫০ টাকা (২৩,৯৯৯ – ২২,৭৯৯ – ২৫০ টাকা)। তবে মনে রাখবেন, সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পেতে হলে পুরনো ফোনের অবস্থা ভালো থাকতে হবে। তাছাড়া কোন মডেল আপগ্রেড করতে চান, তার ওপরেও নির্ভর করবে ছাড়ের পরিমাণ।

Redmi K50i 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

এখন আপনি নিশ্চয় ভাবছেন কী এমন আছে রেডমি কে৩০আই ৫জি ফোনটিতে? তাহলে বলি, এই স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর, যেখানে এটি ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‌্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মিলবে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০৮০ এমএএইচ ব্যাটারি, যা ৪৬ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। শুধু তাই নয়, ফটোগ্রাফির জন্য এই রেডমি কে৩০আই ৫জি মডেলটি বহন করবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত (অ্যাপারচার এফ/১.৯) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।