EPFO: প্রোফাইল ফটো ছাড়া হবে না ই-নমিনেশন, চারটি সহজ স্টেপের মাধ্যমে এখনই আপলোড করুন ছবি

হালফিলে EPFO (ইপিএফও) বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সদস্যদের জন্য ই-নমিনেশন বা মনোনয়ন দাখিল করা একটি অপরিহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে। সংস্থার নির্দেশ অনুযায়ী, সমস্ত সদস্যদেরই ই-নমিনেশন সম্পূর্ণ করতে হবে। কিন্তু জানেন কি, আপনার অনলাইন EPFO ​​মেম্বার আইডিতে প্রোফাইল ছবি না থাকলে ই-মনোনয়ন ফাইল করা সম্ভব হবে না। হ্যাঁ ঠিকই পড়েছেন! এক্ষেত্রে আপনি যদি ই-নমিনেশন দাখিল করার জন্য আপনার UAN (ইউএএন) অ্যাকাউন্টে লগ ইন করেন এবং আপনার EPFO ​​মেম্বার আইডিতে প্রোফাইল ফটো না থাকে, তাহলে আপনি “আনেবল টু প্রোসিড” মেসেজ পাবেন। তাই মনোনয়ন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে এবং নিজের মনপসন্দ নমিনি যুক্ত করতে এখনই UAN মেম্বার পোর্টালে নিজের প্রোফাইল ছবি আপলোড করুন।

কীভাবে EPFO পোর্টালে প্রোফাইল ফটো আপলোড করবেন?

১. প্রথমে ইউএএন মেম্বার আইডি দিয়ে ইপিএফও-এর অফিসিয়াল পোর্টালে লগ ইন করুন।

২. ‘মেনু’ সেকশনের নিচে যান এবং ‘ভিউ’ অপশনে ক্লিক করুন।

৩. এরপর ‘প্রোফাইল’ অপশনটি নির্বাচন করুন। এখানে
প্রোফাইল সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যাবে এবং বাম দিকে প্রোফাইল ফটো পরিবর্তন করার বিকল্প মিলবে।

৪. প্রদত্ত জায়গায় ছবি নির্বাচন করুন এবং আপলোড করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

মাত্র চারটি সহজ স্টেপের মাধ্যমে এই প্রোফাইল ফটো আপলোডের প্রক্রিয়াটি কার্যকরী হবে। কিন্তু ইপিএফও-র ক্ষেত্রে প্রোফাইল ফটো আপলোড করার আগে মেম্বারকে ছবির আকার, বিন্যাস এবং অন্যান্য বিবরণ সম্পর্কে সচেতন হতে হবে। এক্ষেত্রে ছবি আপলোডের সময় যে সব বিষয় মাথায় রাখতে হবে তা হল –

১. ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে হবে।

২. আপলোডেড ছবির আকার ৩.৫ সেমি×৪.৫ সেমি হতে হবে।

৩. ছবিতে সদস্যের মুখ (৮০%) এবং দুটি কান সঠিকভাবে দৃশ্যমান হতে হবে।

৪. প্রোফাইল ফটোর জন্য ব্যবহৃত ছবি থাকতে হবে jpeg বা jpg অথবা png ফরম্যাটে।