Ducati Pro-III: মোটরসাইকেল সাধ্যের বাইরে, তবে এবার 68 হাজারের মধ্যে ই-স্কুটার নিয়ে এল ডুকাটি

Pro-III মডেলের একটি ই-স্কুটার নিয়ে এল ডুকাটি (Ducati)। কুলীন মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থাটির তরফে দাবি করা হয়েছে, ডুকাটি আর্বান ই-মোবিলিটি লাইনআপের পণ্যগুলোতে প্রযুক্তিগত দিক থেকে এটি তাদের সবচেয়ে অত্যাধুনিক স্কুটার। Ducati Pro-III ই-স্কুটারের দাম রাখা হয়েছে ৭৭৯ ইউরো, টাকার অঙ্কে যা প্রায় ৬৮ হাজার।

Ducati Pro-III মডেলে ৩৫০ ওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে, যা ঘন্টা প্রতি প্রায় ২৫ কিলোমিটার গতি সরবরাহে সক্ষম৷ ই-স্কুটারটির ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি ৪৬৮ ওয়াট আওয়ার। ফুল চার্জ করে নিলে Ducati Pro-III একটানা প্রায় ৫০ কিলোমিটার সফর করতে পারবে।

Ducati Pro-III এনএএফসি প্রযুক্তির সাথে এসেছে। ই-স্কুটারটি চালু করার জন্য ব্যবহারকারীকে এনএফসি চিপ নির্মিত একটি টোকেন কার্ড সেটির ডিসপ্লের কাছাকাছি আনতে হবে। অর্থাৎ টোকেন থাকলে তবেই Ducati Pro-III ব্যবহার করা যাবে। যে কারণে চুরি হওয়ার দুশ্চিন্তা থাকবে না। আবার স্মার্টফোন চার্জি দেওয়ার জন্য ইউএসবি-সি পোর্ট থাকছে এতে।

উল্লেখ্য, Pro-III সহ সংস্থার আর্বান ই-মোবিলিটি লাইনআপের দু’চাকার ছোট যানগুলির কোনওটাই ডুকাটি নিজে তৈরি করে না। সরবরাহের বরাত নিয়ে অন্য সংস্থা সেগুলি তৈরি করে। নতুন এই ইলেকট্রিক স্কুটার ভারতে কবে আসবে তা এখনও জানা যায়নি।