দেশে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই দশটি স্কুটার, দাম ৭০ হাজার টাকার কম

২০২০ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী করোনা মহামারী থেকে বাঁচতে লকডাউন ঘোষণা করেন। যার ফলে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয় অটোমোবাইক কোম্পানি গুলিকে। এপ্রিল ও মে মাসে বিক্রির হার প্রবল ভাবে হ্রাস পায়। তবে বর্তমানে লকডাউন শিথিল হওয়ায় নিজেদের কোম্পানিগুলি নিজেদের পুরানো পরিস্থিতি ফিরে পেতে চাইছে। তাই বহু কোম্পানি পক্ষ থেকে তাদের গাড়ির উপর ছাড় দেওয়া হচ্ছে বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে। তাই আপনিও যদি নতুন স্কুটার কিনতে চান তাহলে এই পোস্টটি পড়তে পারেন। কারণ আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরবো সেই সমস্ত অধিক বিক্রিত স্কুটার গুলিকে যাদের দাম ৭০,০০০ টাকার কম।

Honda Activa 6G :

এটি দেশে সর্বাধিক বিক্রিত স্কুটার Honda Activa এর নতুন মডেল। এই Honda Activa 6G কে কোম্পানি এ বছর ১৫ ই জানুয়ারি একদম নতুন ভাবে, নতুন স্টাইলে লঞ্চ করেছিল। Honda Activa 6G তে BS6 ১০৯ সিসি এর ইঞ্জিন দেওয়া হয়েছে। এই নতুন ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে FIS টেকনোলজি। যা ইঞ্জিনটি ৮০০০ আরপিএম এর ওপর ৭.৬৮ বিএইচপি পাওয়ার এবং ৫২৫০ আরপিএম এর ওপর ৮.৭৯ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। অ্যাক্টিভার এই নতুন মডেলটির দাম ৬৪,৪৬৪ টাকা দিয়ে শুরু বলে জানা গেছে।

Honda Dio :

Honda Dio স্কুটারটিতেও BS6 ১০৯.১৯ সিসি এর সিঙ্গেল সিলিন্ডার ফ্যান কুলড ৪ স্ট্রোক ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি ৭০০০ আরপিএম এ ৭.৬৮ এইচপি পাওয়ার এবং ৫৫০০ আরপিএমে ৮.৭৯ এর টর্ক জেনারেট করতে সক্ষম। এটির দাম ৬০ হাজার ৫৪২ টাকা থেকে ৬৩ হাজার ৮৯২ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

Honda Activa 125 :

Honda Activa 125 মডেলটিতে দেওয়া হয়েছে BS6 এর ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ফ্যান কুলড ৪ স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৬৫০০ আরপিএম এ ৮.১৮ এইচপি এবং ৫০০০ আরপিএমে ১০.৩ এনএম এর টর্ক জেনারেট করতে সক্ষম। এটির দাম ৬৮ হাজার ০৪২ টাকা থেকে ৭৫ হাজার ০৪২ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

Suzuki Access 125 :

Suzuki Access 125 মডেলটিতে দেওয়া হয়েছে BS6 এর সিঙ্গেল সিলিন্ডার ফ্যান কুলড ৪ স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৮.৭ পিএস পাওয়ার এবং ১০ এনএম এর টর্ক জেনারেট করতে সক্ষম। এটির দাম ৬৮ হাজার ৮০০ টাকা থেকে ৭৩ হাজার ৪০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

Hero Pleasure Plus :

Hero Pleasure Plus মডেলটিতে দেওয়া হয়েছে BS6 এর ১১০.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ৪ স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিনট ৮ বিপিএইচ পাওয়ার এবং ৮.৭ এনএম এর টর্ক জেনারেট করতে সক্ষম। এটির দাম ৬৮ হাজার ০৪২ টাকা থেকে ৭৫ হাজার ৪২ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

Hero Destini 125 :

Hero Destini 125 মডেলটিতে দেওয়া হয়েছে BS6 এর ১২৪.৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার ফ্যান কুলড ৪ স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৯ বিপিএইচ পাওয়ার এবং ১০.৪ এনএম এর টর্ক জেনারেট করতে সক্ষম। এটির দাম ৬৫ হাজার ৩১০ টাকা থেকে ৬৮ হাজার ১০০ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

Hero Maestro Edge 125 :

Hero Maestro Edge 125 মডেলটিতে দেওয়া হয়েছে BS6 এর ১২৪.৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার ফ্যান কুলড ৪ স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৯ বিপিএইচ এবং ১০.৪ এনএম এর টর্ক জেনারেট করতে সক্ষম। এটির দাম ৬৯ হাজার ২৫০ টাকা থেকে ৭১ হাজার ৪৫০ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

TVS Scooty Pep+ :

TVS Scooty Pep+ মডেলটিতে দেওয়া হয়েছে BS6 এর ৮৭.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ৪ স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৪ কিলোওয়াট এবং ৬.৫ এনএম এর টর্ক জেনারেট করতে সক্ষম। এটির দাম ৫২ হাজার ৫৫৪ টাকা থেকে ৫৩ হাজার ৫৫৪ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

TVS Jupiter :

TVS Jupiter মডেলটিতে দেওয়া হয়েছে BS6 এর ১০৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ৪ স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৫.৫ কিলোওয়াট এবং ৮.৪ এনএম এর টর্ক জেনারেট করতে সক্ষম। এটির দাম ৬২ হাজার ৬২ টাকা থেকে ৬৮ হাজার ৫৬২ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

TVS N Torq :

TVS N Torq মডেলটিতে দেওয়া হয়েছে BS6 এর ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ৪ স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৬.৯ কিলোওয়াট এবং ১০.৫ এনএম এর টর্ক জেনারেট করতে সক্ষম। এটির দাম ৬৬ হাজার ৮৮৫ টাকা থেকে ৭৩ হাজার ৩৬৫ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *