UPI Payment Charges: ইউপিআই পেমেন্টে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না, জল্পনা ওড়ালো অর্থমন্ত্রক

ইউপিআই (UPI) ভিত্তিক লেনদেনের ওপর এখনই কোনো বাড়তি চার্জ বা করের বোঝা চাপাতে নারাজ ভারতের কেন্দ্রীয় সরকার। রবিবার পোস্ট করা একাধিক টুইটের দ্বারা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে এই কথা যথেষ্ট স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এদেশে বসবাসকারী এক বিপুল অংশের UPI ব্যবহারকারীর পক্ষে কেন্দ্রীয় মন্ত্রকের এই ঘোষণা যে অত্যন্ত স্বস্তির, তা পৃথকভাবে বলে বোঝানোর দরকার নেই।

UPI ভিত্তিক লেনদেনের ওপর বাড়তি চার্জ আরোপের ভাবনা নেই বলে স্পষ্ট জানালো অর্থমন্ত্রক

রবিবার পোস্ট করা একটি টুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইউপিআই’কে (UPI) ডিজিটাল পাবলিক পণ্য বলে অভিহিত করে, এবং সাফ জানায় যে এর ওপর অতিরিক্ত চার্জ আরোপের বিষয়টি তাদের ভাবনায় নেই। এছাড়া টুইটে মন্ত্রকের দাবি, দেশে UPI সহ অন্যান্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার পক্ষে উপযোগী পরিকাঠামো গড়ে তুলতে তারা প্রয়োজনীয় অর্থসাহায্য প্রদান করেছেন। ভবিষ্যতে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গ্রহণীয়তা ও ব্যবহার বাড়াতেও তারা নিত্য জরুরি সহায়তা প্রদান করবেন বলে টুইটে অর্থমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, পেমেন্টস পরিকাঠামো সংরক্ষণের জন্য, ইউপিআই ভিত্তিক লেনদেনের ওপর অতিরিক্ত চার্জ বা করের ভার চাপতে পারে বলে সম্প্রতি জল্পনা ছড়ায়। এমনকি খোদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এব্যাপারে মতামত গ্রহণের পথে এগোচ্ছে বলেও ১৭ই আগস্ট, ২০২২ -এ প্রকাশিত এক রিপোর্টে উঠে আসে। যদিও সেক্ষেত্রে ইউপিআই সহ অপরাপর ডিজিটাল পেমেন্ট মোড, যেমন – ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস অর্থাৎ IMPS, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার বা NEFT এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা RTGS প্রভৃতি ব্যবস্থার উপরেও বাড়তি কর লাগুর বিষয়ে মতামত চাওয়া হয়েছে।

এদিকে পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া বা PCI সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে ইউপিআই (UPI) এবং আরইউপে (RUpay) ডেবিট কার্ডের জন্য জিরো-এমডিআর (zero-MDR) পলিসি ফিরিয়ে আনার কথা বলেছে, যার মাধ্যমে সার্ভিস প্রোভাইডারেরা ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো উন্নত করতে পারবেন।