তাক লাগানো ডিজাইন, OnePlus 12R Genshin Impact Edition চলতি মাসেই ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে

OnePlus 12R Genshin Impact Edition স্মার্টফোনের জন্য ভারতে আগামী ২৮শে ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ মিনিট থেকে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে।

গত ২৩শে জানুয়ারি ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল OnePlus 12R। এখন সংস্থাটি তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটেরই একটা বিশেষ সংস্করণ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং মডেলটি OnePlus 12R Genshin Impact Edition নামের সাথে আসবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, OnePlus অ্যানিমে-স্টাইল অ্যাকশন-ভিত্তিক ব্যাটেল স্টাইল ‘গেনশিন ইমপ্যাক্ট’ (Genshin Impact) গেমের ভক্তদের উদ্দেশ্যে এই ডিভাইসটি ঘোষণা করতে চলেছে। সংস্থার পক্ষ থেকে আজ OnePlus 12R Genshin Impact Edition ফোনের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। এছাড়া জানা গেছে, একই দিনে এই ফোন ভারত সহ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে।

OnePlus 12R Genshin Impact Edition এর লঞ্চের তারিখ এবং সময়

OnePlus 12R Genshin Impact Edition স্মার্টফোনের জন্য ভারতে আগামী ২৮শে ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ মিনিট থেকে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে। এই দিনই এর বিক্রয় মূল্য ঘোষণা করা হবে।

OnePlus 12R Genshin Impact Edition স্মার্টফোনের সাথে মিলবে এইসকল উপহার

নির্ধারিত লঞ্চের তারিখের আগেই ওয়ানপ্লাস তাদের ওয়েবসাইটে OnePlus 12R Genshin Impact Edition হ্যান্ডসেটের জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ লাইভ করেছে। যেখানে ‘নোটিফাই মি’ লেখা একটি বাটন রয়েছে। এতে ক্লিক বা ট্যাপ করে আগ্রহীরা ওয়ানপ্লাস ১২আর ফোনের এই বিশেষ সংস্করণটির আগমনের নোটিফিকেশন পাবেন। একই সাথে যারা এই বিকল্প চয়ন করবেন তারা বিনামূল্যে আসন্ন মডেলটি জিতে নেওয়ার সুযোগও পেয়ে যাবেন। এক্ষেত্রে ৪০জন বিজয়ীকে ৪০,০০০টি প্রাইমোজেমস (Primogems) দেওয়া হবে যা কিনা গেনশিন ইমপ্যাক্ট গেমের প্রিমিয়াম কারেন্সি। একই সাথে ১,০০০ টাকার এক্সচেঞ্জ কুপন দেওয়া হবে। উপরন্তু, লঞ্চের সময়ে একটি সমীক্ষা বা সার্ভের আয়োজনও করা হবে। যাতে অংশগ্রহন করলে, ভাগ্যবান মোট ৩০জন অংশগ্রহণকারীকে ৫০০টি প্রাইমোজেমস পুরস্কার স্বরূপ দেওয়া হবে।

OnePlus 12R Genshin Impact Edition এর ডিজাইন

OnePlus 12R Genshin Impact Edition মোবাইলের ডিজাইন গেমের একটি বিশেষ চরিত্র ‘ক্যাকিং’ (Kaking) দ্বারা অনুপ্রাণিত। এটি ইলেক্ট্রো-ভায়োলেট কালার এবং ‘ইন্ডাস্ট্রি-ফার্স্ট’ ইলেক্ট্রো-এচিং প্রসেস সহ আসবে। ফোনটির রিটেল বক্সে গেনশিন ইমপ্যাক্ট-থিমযুক্ত একাধিক গুডি অন্তর্ভুক্ত থাকবে। সর্বোপরি ডিভাইসটি একটি কাস্টম-ডিজাইনড গিফট বাক্সের মধ্যে আসবে।

প্রসঙ্গত ওয়ানপ্লাস ১২আর এবং এর বিশেষ সংস্করণের যাবতীয় স্পেসিফিকেশন একসমান হবে বলা জানা গেছে। তাই নিচে মূল মডেলের বিশেষত্ব আলোচনা করা হল।

OnePlus 12R এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে (২৭৮০ x ১,২৬৪ পিক্সেল) এলটিপিও অ্যামোলেড টাচস্ক্রিন রয়েছে। এটি প্রোএক্সডিআর (ProXDR) প্রযুক্তি ব্যবহার করে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এটি ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। উক্ত ডিভাইসে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি রম পাওয়া যাবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। ওয়ানপ্লাস তাদের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ কিলারের সাথে চার বছরের সফ্টওয়্যার আপডেট অফার করছে। এছাড়া নিরাপত্তার জন্য এতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা মিলবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus 12R ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এই ক্যামেরাগুলির কোনোটিই কিন্তু হ্যাসেলব্লাড দ্বারা টিউনড নয়। আর ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 12R ফোনে ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০০ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে না। IP64 রেটিং প্রাপ্ত এই ফোনের পরিমাপ ১৬৩.৩x৭৫.৩x৮.৮ মিমি এবং ওজন ২০৭ গ্রাম।