Classic 350 আর্ন্তজাতিক বাজারে পা রাখল, ভারতের পর এবার Royal Enfield-এর প্রেমে মজবে ইউরোপীয়রা

Classic 350 চালানো কতটা মজাদার এবং রাজকীয় ব্যাপার, ভারতের বাইকপ্রেমীদের কাছে এতদিন ধরে শুনে আসছিলেন ইউরোপীয়রা। যদিও তাদের দেশে মোটরসাইকেলটি উপলব্ধ না হওয়ায় রাইডিংয়ের স্বাদ দেখে বঞ্চিত ছিলেন তারা। তবে এবার সেই খামতি মেটানোর সুযোগ এসে গিয়েছে ইউরোপীয় বাইকপ্রেমীদের সামনে। ইতালির মিলানে অনুষ্ঠিত আর্ন্তজাতিক মোটরসাইকেল প্রদর্শনী অনুষ্ঠানে (EICMA 2021) গ্লোবাল ডেবিউ করল Royal Enfield-এর বেস্ট সেলিং মডেল Classic 350।

আর্ন্তজাতিক বাজারে Classic 350 উপলব্ধ হবে তিনটি ভার্সনে – Halycon (বেস), Dark, এবং Chrome (মোস্ট প্রিমিয়াম)। বেস ভ্যারিয়েন্টের দাম ৪,৮০০ ইউরো। প্রিমিয়াম ভার্সনের দাম পৌঁছবে ৫০০০ ইউরোয়। ভারতে উপলব্ধ Redditch ও Signal ভার্সনগুলি ইন্টারন্যাশনাল মার্কেটে ছাড়া হয়নি।

ভারতে এবং আর্ন্তজাতিক বাজারে এন্ট্রি নেওয়া ক্ল্যাসিক ৩৫০-এর মধ্যে কোনও পরিবর্তন নেই। এমনকি সেগুলি ভারতে তৈরি করে বাইরের দেশগুলিতে রপ্তানী করা হবে। এখন ইউরোপের বাজারে আত্মপ্রকাশ, আর আগামী বছর বাইকটি আমেরিকায় লঞ্চ করা হবে বলে আশা করা যায়।

স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, নতুন J প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ক্ল্যাসিক ৩৫০ তৈরি হয়েছে। সেই ঝাঁকুনির ব্যাপার আর নেই। মিটিওর মডেলে ব্যবহৃত ৩৫০ সিসি এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে এতে৷ আউটপুট ২০.২ বিএইচপি ও টর্চ ২৭ এনএম।

উল্লেখ্য, রয়্যাল এনফিল্ড EICMA 2021 ইভেন্টে Classic 350-র পাশাপাশি SG 650 কনসেপ্ট মোটরসাইকেল এবং তাদের ঐতিহ্যময় ১২০তম বর্ষ উদযাপিত করতে 650 Twins 120th Year Anniversary Edition প্রদর্শন করেছে।