Lava Blaze Curve: বাজার কাঁপাতে আসছে লাভা ব্লেজ কার্ভ, ফাঁস প্রচুর স্পেসিফিকেশন!

লাভা তাদের প্রথম কার্ভড ডিসপ্লে যুক্ত ফোন শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে, যার নাম Lava Blaze Curve৷ তবে এটাই মূল আকর্ষণ নয়, লাভা যে প্রাইস রেঞ্জে এই ধরনের ডিসপ্লে অফার করছে, সেটাই সবচেয়ে বড় চমক। সাধারণত কার্ভড স্ক্রিনের ফোন বাজারে খুব একটা সস্তায় পাওয়া যায় না। কিন্তু লাভা সেটা সম্ভব করতে চলেছে। লঞ্চের আগে এখন ডিভাইসটি গিকবেঞ্চ (GeekBench), ভারতের বিআইএস (BIS) এবং গুগল প্লে কনসোল (Google Play Console)-এর মতো প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এই সার্টিফিকেশনগুলি Lava Blaze Curve-এর ফ্রন্ট প্যানেলের ডিজাইনের পাশাপাশি কিছু বৈশিষ্ট্যও সামনে এনেছে।

Lava Blaze Curve-কে দেখা গেল GeekBench, BIS এবং Google Play Console-এর প্ল্যাটফর্মে

লাভা আগামী ৫ মার্চ ভারতে লাভা ব্লেজ কার্ভ লঞ্চ করতে চলেছে। তার আগে এখন, ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এ LXX505 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এই একই মডেল নম্বর সহ ফোনটি গুগল প্লে কনসোলেও হাজির হয়েছে। এই ডেটাবেসে লাভা ব্লেজ কার্ভের সামনের প্যানেলের একটি ছবিও দেখা গেছে।

নাম অনুযায়ী, লাভা ব্লেজ কার্ভ-এর সামনে কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। স্ক্রিনটির ধারগুলি কার্ভড হবে, আর এর ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাটআউট দেখা যাবে। গুগল প্লে কনসোলের লিস্টিং অনুসারে, ডিভাইসটিতে MT6877 মডেল নম্বর যুক্ত প্রসেসর থাকবে। এটি সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০, যা আগে ব্লেজ কার্ভের জন্য নিশ্চিত করা হয়েছিল।

এছাড়াও, গুগল প্লে কনসোল সার্টিফিকেশন থেকে জানা গেছে যে, Lava Blaze Curve-এ ৮ জিবি র‍্যাম মিলবে এবং অ্যান্ড্রয়েড ১৩ কাস্টম স্কিনে রান করবে। এই ফোনের ডিসপ্লেটি ৪৮০ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন অফার করবে বলে মনে করা হচ্ছে। গিকবেঞ্চ বেঞ্চমার্কে, Blaze Curve সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ১,০১২ পয়েন্ট এবং ২,৬৫৪ পয়েন্ট অর্জন করেছে।

এর পাশাপাশি, বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মটি Lava Blaze Curve-এ ৮ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম সহ MediaTek Dimensity 7050 প্রসেসরের উপস্থিতি নিশ্চিত করেছে। সম্প্রতি এও জানা গেছে যে, Lava Blaze Curve মডেলটি ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে।