iQOO Neo 5S, iQOO Neo 5 SE ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে আরও অনেক আকর্ষণীয় ফিচার

iQOO আজ প্রত্যাশামতোই তাদের Neo 5 সিরিজের দুটি ফোন, iQOO Neo 5S, iQOO Neo 5 SE লঞ্চ করল। এই সিরিজের দাম শুরু হয়েছে প্রায় ২৬,০০০ টাকা থেকে। আপাতত ফোনগুলি চীনে লঞ্চ হয়েছে। iQOO Neo 5S, iQOO Neo 5 SE ফোনে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা, হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬৬ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং ও ১২ জিবি পর্যন্ত র‌্যাম। অন্যদিকে iQOO Neo 5S ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ এসেছে iQOO Neo 5 SE। আসুন ফোন দুটির দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

আইকো নিও ৫এস, আইকো নিও ৫ এসই এর দাম (iQOO Neo 5S, iQOO Neo 5 SE Price)

আইকো নিও ৫এস ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩২,০৭২ টাকা)। আবার ফোনটির ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৬০০ টাকা) এবং ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৮,০০০ টাকা)। ফোনটি ব্ল্যাক, ব্লু ও অরেঞ্জ কালারে বেছে নেওয়া যাবে।

অন্যদিকে আইকো নিও ৫ এসই তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এরমধ্যে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৬,১০০ টাকা)। এছাড়া ফোনটির ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,৫০০ টাকা) এবং ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩১,০০০ টাকা)। হোয়াইট, মাল্টিকালার হিউ ও ব্লু কালারে ফোনটি পাওয়া যাবে।

iQOO Neo 5S, iQOO Neo 5 SE ফোন দুটি ২৪ ও ২৮ ডিসেম্বর থেকে সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। আন্তর্জাতিক বাজারে ফোনগুলি কবে আসবে জানা যায়নি।

আইকো নিও ৫এস এর স্পেসিফিকেশন (iQOO Neo 5S Specifications)

আইকো নিও ৫এস ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির পাঞ্চ হোল আই কেয়ার ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এটি HDR10+ সার্টিফিকেশন প্রাপ্ত। এই ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এছাড়া আইকোর তরফে জানানো হয়েছে এই স্মার্টফোনে দুর্দান্ত ওয়াচিং এক্সপিরিয়েন্সের জন্য আলাদা করে একটি ডিসপ্লে চিপ উপস্থিত আছে। আইকো নিও ৫এস ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও ২৫৬ ইউএফএস ৩.১ স্টোরেজ সহ বাজারে এসেছে। এই ফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিনওএস ওশান (OriginOS Ocean) কাস্টম স্কিনে। এর সাথে আইকো নিও ৫এস ফোনে রয়েছে হিট ডিসিপেশন সিস্টেম ও রেয়ার আর্থ মেটিরিয়াল।

ফটোগ্রাফির জন্য iQoo Neo 5S ফোনের রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই সেটআপের মধ্যে রয়েছে ওআইএস লেন্স সহ ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৫৯৮ প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আইকোর নতুন ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৪,৫০০এমএএইচ ব্যাটারি। আবার সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। iQoo Neo 5S ফোনের কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ৫জি, ৪জি এলটিই, ব্লুটুথ v৫.১ ও ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়াও এই ফোনে অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, ম্যাগনেটোমিটার ও প্রক্সিমিটি সেন্সর রয়েছে।

আইকো নিও ৫ এসই এর স্পেসিফিকেশন (iQOO Neo 5 SE Specifications)

আইকো নিও ৫ এসই স্মার্টফোনে দেখা যাবে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। ফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিনওএস ওশান (OriginOS Ocean) কাস্টম ওএস- এ। আইকো নিও ৫ এসই ফোনটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম ও ২৫৭ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ বাজারে এসেছে। এই ফোনে দেওয়া হয়েছে অত্যাধুনিক লিকুইড কুলিং ফিচার।

ফটোগ্রাফির জন্য iQoo Neo 5 SE ফোনের রিয়ার প্যানেলেও ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এর ক্যামেরাগুলি হল- ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর ও ২ মেগাপিক্সেলের শুটার। এই ফোনের সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

আইকোর এই নতুন ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। নিরাপত্তার জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। কানেক্টিভিটির জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫জি, ৪জি এলটিই, ব্লুটুথ ভি৫.১ ও ইউএসবি টাইপ-সি পোর্ট। iQoo Neo 5 SE স্মার্টফোনে উপলব্ধ উল্লেখযোগ্য সেন্সর গুলি হল- অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, ম্যাগনেটোমিটার ও প্রক্সিমিটি সেন্সর।