অপেক্ষার পালা শেষ! 17000 টাকার কমে লঞ্চ হল JioBook ল্যাপটপ, ফিচার দেখে নিন

আজকালকার দিনে কাছে একটি ল্যাপটপ (Laptop) থাকলে জীবন অনেকটা সহজ এবং আধুনিক ছন্দময় হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে একটি লেটেস্ট ল্যাপটপ কেনার পরিকল্পনা করে থাকেন এবং আপনার বাজেট হয় ২০,০০০ টাকার কম, তাহলে এই খবর আপনারই জন্য! আসলে বহু প্রতীক্ষার পর দেশের সুপরিচিত টেলিকম কোম্পানি Reliance Jio, ভারতে তাদের নতুন JioBook 2023 ল্যাপটপ লঞ্চ করেছে। সংস্থার মতে, এটি দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 4G কানেক্টিভিটিযুক্ত ল্যাপটপ, যাতে বড় ডিসপ্লে এবং শক্তিশালী র‌্যাম পাওয়া যাবে। আর এই নতুন Reliance JioBook ল্যাপটপের দাম হবে ১৭ হাজার টাকার কম। এক্ষেত্রে যেকোনো বয়সের মানুষের বিভিন্ন প্রযুক্তিগত কাজে (যেমন অনলাইন ক্লাসে যোগদান, কোডিং শেখা বা নতুন কিছু করা, সৃজনশীলতা ইত্যাদি) সাহায্য করবে এই কম দামী ল্যাপটপ। আসুন এখন নতুন Reliance JioBook ল্যাপটপের দাম, লভ্যতা এবং ফিচার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নিই।

নতুন Reliance JioBook 2023 ল্যাপটপের মূল্য, প্রাপ্যতা

বাজারে সদ্য লঞ্চ হওয়া রিলায়েন্স জিওবুক ল্যাপটপের দাম রাখা হয়েছে মাত্র ১৬,৪৯৯ টাকা। কোম্পানি ঘোষণা করেছে যে, এর বিক্রি শুরু হবে আগামী ৫ই আগস্ট অর্থাৎ সপ্তাহের শেষ থেকে। এটি, রিলায়েন্স ডিজিটাল (Reliance Jio), অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) ইত্যাদি অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইন থেকে কেনা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, লঞ্চ অফার হিসেবে যারা এই জিওবুক ল্যাপটপ কিনছেন তাদের ১০০ জিবি ক্লাউড স্টোরেজ, একটি প্রিমিয়াম ল্যাপটপ ক্যারি কেস এবং কুইক হিল (Quick Heal) সিকিউরিটি এবং ১২ মাসের প্যারেন্টাল কন্ট্রোল বেনিফিট বিনামূল্যে দেবে কোম্পানি।

নতুন Reliance JioBook 2023 ল্যাপটপের স্পেসিফিকেশন

নতুন জিওবুক ল্যাপটপে ম্যাট ফিনিশ ডিজাইন বিশিষ্ট ১১.৬ ইঞ্চি অ্যান্টি-গ্লেয়ার এইচডি ডিসপ্লে রয়েছে। এতে পারফরম্যান্সের জন্য শক্তিশালী অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে, সাথে আছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। তবে মেমরি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। সফ্টওয়্যার হিসেবে এটি কোম্পানির জিও ওএস (Jio OS)-এ কাজ করবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এই ল্যাপটপে সম্পূর্ণ চার্জে ৮ ঘন্টার বেশি ব্যাটারি লাইফ মিলবে।

এক্ষেত্রে জিওবুকে ইনফিনিটি কীবোর্ড, মাল্টি-টাস্কিং স্ক্রিন, বড় মাল্টি-জেসচার ট্র্যাকপ্যাডের মতো বিকল্পও দেখতে পাওয়া যাবে; ব্যবহার করা যাবে ৭৫+ কীবোর্ড শর্টকাটও। এছাড়া এর সাথে থাকবে ৪জি কানেক্টিভিটি, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ওয়াই-ফাই টু সিম স্যুইচ, দুটি ইউএসবি (USB) পোর্ট, মিনি এইচডিএমআই (HDMI) পোর্ট, ৩.৫ মিমি অডিও পোর্ট ইত্যাদি অপশন। ল্যাপটপটির ওজন মাত্র ৯৯০ গ্রাম। আর, এতে ভিডিও কল করার বর্তমান ২ মেগাপিক্সেল ওয়েবক্যাম।

জানিয়ে রাখি, এই ল্যাপটপে জিও টিভি (JioTV) ভিডিও আকারে শিক্ষামূলক বিষয়বস্তু বা কন্টেন্ট, জিও ক্লাউড (JioCloud) গেমিং এবং C/C++, Java, Python, Pearl-এর মতো কোডিং ভাষায় শেখার বিকল্প মিলবে। ইউজাররা জিওস্টোর (JioStore) থেকে আরও অনেক অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।