Hero MotoCorp এর প্রথম ইলেকট্রিক স্কুটার Vida V1 বাজার কাঁপাতে লঞ্চ হল, এক চার্জে 165 কিমি, দাম?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ বিশ্বের বৃহত্তম টু-হুইলার কোম্পানি হিরো মোটোকর্প (Hero MotoCorp) বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় পা রাখলো। সংস্থাটি Vida V1 নামে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ভারতে। ব্যাটারি চালিত টু-হুইলারের বাজারে ক্রমশ চাহিদা বাড়তে দেখেই এই পদক্ষেপ হিরোর। এটি দুটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে – Vida V1 Plus ও Vida V1 Pro। এদের দাম যথাক্রমে ১.৪৫ লক্ষ টাকা ও ১.৫৯ লক্ষ টাকা। Hero Vida V1 প্রথমেই দেশের সর্বত্র পাওয়া যাবে না। প্রাথমিক পর্যায়ে ই-স্কুটারটি কেবলমাত্র বেঙ্গালুরু, মুম্বাই এবং জয়পুরে সংস্থার স্বীকৃত ডিলারশিপ থেকেই কেনা যাবে। তারপর ছড়িয়ে পড়বে দেশের নানা প্রান্তে।

উৎসুক গ্রাহকরা ১০ অক্টোবর থেকে ২,৪৯৯ টাকার টোকেন মূল্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে Hero Vida V1 বুকিং করতে পারবেন। সূত্রের খবর এবছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে গ্রাহকদের কাছে স্কুটারটি পৌঁছে দেওয়ার কাজ শুরু করবে হিরো মোটোকর্প। এটি অতি সাধারণ লুকের সাথে ডুয়েল টোন পেইন্ট স্কিমে হাজির হয়েছে। এর ফ্রন্ট অ্যাপ্রনে রয়েছে ডিআরএল সহ এলইডি হেডল্যাম্প, এবং স্লিক এলইডি টার্ন ইন্ডিকেটর।

ফিচারের তালিকায় উপস্থিত একটি ছোট উইন্ডস্ক্রিন যেটি স্মার্ট ডিসপ্লেটিকে বাইরের ঝড় জল থেকে রক্ষা করবে। তবে সবচেয়ে আকর্ষণের বিষয় হল, গ্রাহকরা চাইলে স্কুটারটি নিজের মনের মতন করে কাস্টমাইজ করাতে পারবেন। এতে আছে এলইডি টেললাইট, ইউনিক স্টাইলের অ্যালয় হুইল এবং পেছনের যাত্রীর জন্য গ্র্যাবরেল। এতে দেওয়া হয়েছে একটি ৭ ইঞ্চি আয়তাকার টাচস্ক্রিন ডিসপ্লে, যা স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে। ইন্সট্রুমেন্ট কনসোলে গতিবেগ, সময়, রেঞ্জ, চার্জিং টাইম, নেভিগেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ভেসে উঠবে।

কি লেস কন্ট্রোল সহ ইলেকট্রিক স্কুটারটি টু-ওয়ে থ্রটল ও S.O.S অ্যালার্ট ফাংশন যুক্ত। Vida V1 ইলেকট্রিক স্কুটারের V1 Plus ও V1 Pro ভ্যারিয়েন্ট দুটির টপ-স্পিড ৮০ কিমি/ঘন্টা। উভয় মডেলেই রয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। প্রতি মিনিটের চার্জে ১.২ কিমি করে পথ চলার শক্তি যুক্ত হবে এতে। সম্পূর্ণ চার্জে V1 Plus ও V1 Pro-এর রেঞ্জ যথাক্রমে ১৪৩ কিমি ও ১৬৫ কিমি। আবার মডেল দুটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ যথাক্রমে ৩.৪ ও ৩.২ সেকেন্ডে তুলতে সক্ষম।

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারে রয়েছে তিনটি রাইডিং মোড – ইকো, রাইড এবং স্পোর্ট। এছাড়া গ্রাহকরা চাইলে ১০০টি কম্বিনেশনের মধ্যে স্কুটারটি কাস্টমাইজ করাতে পারবে। বাজারে এর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে Ola S1, Bajaj Chetak, TVS iQube ও Ather 450X।