৪ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোন Redmi 9i ভারতে লঞ্চ হল, জেনে নিন ফিচার

ভারতে লঞ্চ হল রেডমির আরও একটি বাজেট ফোন Redmi 9i। কোম্পানি একটি অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে ফোনটিকে লঞ্চ করেছে। Redmi 9, Redmi 9A, এবং Redmi 9 Prime এর পর এই সিরিজের চতুর্থ ফোন হিসাবে রেডমি ৯ আই ভারতে এল। এই ফোনটির বড় আকর্ষণ হল এর মূল্য। আপাতত ভারতে ৪ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোন এটি। #BigOnEntertainment এর এই ফোনে পাবেন ওয়াটারড্রপ স্টাইল নচ ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর।

Redmi 9i দাম ও লভ্যতা

ভারতে রেডমি ৯ আই দুটি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে। এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,২৯৯ টাকা। আবার ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,২৯৯ টাকা। ফোনটি তিনটি কালারের বিকল্পে এসেছে- নেচার গ্রীন, সি ব্লু এবং মিডনাইট ব্ল্যাক। এই ফোনটি আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে Mi.Com ও Flipkart এ কেনা যাবে। এছাড়াও কিছুদিনের মধ্যেই অফলাইন স্টোরেও ফোনটি উপলব্ধ হবে।

Redmi 9i স্পেসিফিকেশন

রেডমি ৯ আই স্মার্টফোনে আছে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেজুলেশন ৭২০×১৬০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। এতে ওয়াটারড্রপ স্টাইল নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটিতে পাবেন ২.০ গিগাহার্টজ এর অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। এছাড়াও আছে ৪ জিবি র‌্যাম, এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডির মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য রেডমি ৯আই এর পিছনে একটি এআই ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি হল ১৩ মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.২। এছাড়াও সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। সিকিউরিটির জন্য এখানে পাবেন ফেস আনলক। এছাড়াও আছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চার্জিং ও ডাটা ট্রান্সফারের জন্য এখানে ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫ অডিও জ্যাক দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেমের কথা বললে এতে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ ইন্টারফেস পাওয়া যাবে।