নজরকাড়া ফিচারসহ লঞ্চ হল Xiaomi Portable Electric Air Compressor 1S, প্রারম্ভিক মূল্য ২,৭৯৯ টাকা

বর্তমানে চীনা কোম্পানি Xiaomi (শাওমি) শুধুমাত্র স্মার্টফোন ব্র্যান্ড নয়; বরঞ্চ এখন তারা আরো অন্যান্য ধরণের ইলেকট্রনিক ডিভাইস, অ্যাক্সেসরি, গ্যাজেট ইত্যাদি তৈরি করে চলেছে। সেক্ষেত্রে নিজের জনপ্রিয়তায় নতুন পরত যোগ করতে সংস্থাটি গতকাল অর্থাৎ মঙ্গলবার ভারতে Xiaomi Portable Electric Air Compressor 1S (শাওমি পোর্টেবল ইলেকট্রিক এয়ার কম্প্রেসার ১এস) নামক নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। এই নতুন মডেলটি বিদ্যমান Mi (এমআই) Portable Electric Air Compressor-এর একটি আপগ্রেড হিসাবে এসেছে যা ২০২০ সালে দেশের বাজারে আত্মপ্রকাশ করে। সেক্ষেত্রে কার্যকারিতার কথা বললে, নতুন Xiaomi Portable Electric Air Compressor 1S-এর ইনবিল্ট ব্যাটারি রয়েছে ব্যবহারকারীদের বাহ্যিক শক্তির প্রয়োজন ছাড়াই তাদের গাড়ির টায়ার স্ফীত করতে সাহায্য করবে। এতে থাকবে ১৫০ পিএসআই পর্যন্ত এয়ার প্রেসার সাপোর্ট। আসুন এখন সদ্য লঞ্চ হওয়া এই Xiaomi Portable Electric Air Compressor 1S মডেলের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

Xiaomi Portable Electric Air Compressor 1S-এর দাম, উপলব্ধতা

ভারতে শাওমি পোর্টেবল ইলেকট্রিক এয়ার কম্প্রেসার ১এস-এর দাম ধার্য করা হয়েছে ৪,৪৯৯ টাকা। যদিও এখন এটি ২,৭৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে পাওয়া যাবে। এক্ষেত্রে ক্রেতারা এয়ার কম্প্রেসারটি কালো রঙে Mi.com সাইটের মাধ্যমে কিনতে পারবেন।

Xiaomi Portable Electric Air Compressor 1S-এর স্পেসিফিকেশন

এমআই পোর্টেবল ইলেকট্রিক এয়ার কম্প্রেসার (২০২০)-এর এই আপগ্রেডে অর্থাৎ শাওমি পোর্টেবল ইলেকট্রিক এয়ার কম্প্রেসার ১এসে ৪৫.৪% বেশি কর্মক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়েছে। নির্মাতা সংস্থার মতে, এটি ৮ গুণ (8x) পর্যন্ত টায়ার স্ফীত করতে পারবে। এদিকে বিদ্যমান মডেলের তুলনায় নতুন গ্যাজেট ১১৪ শতাংশ উন্নত এয়ারফ্লো রেট দেখা যাবে, আর এটি এক মিনিটে ১৫ লিটার বায়ুপ্রবাহ সরবরাহ করতে সক্ষম হবে। শুধু তাই নয়, এটি বাহন বিশেষে পাঁচটি স্বতন্ত্র ইনফ্লেশন বা টায়ার স্ফীতি মোড অফার করবে যার মধ্যে থাকবে ম্যানুয়াল মোড, বাইসাইকেল মোড, মোটরসাইকেল মোড, কার মোড এবং বল মোড।

আবার এই এয়ার কম্প্রেসারে একটি প্রেসার রক্ষণাবেক্ষণ মোডও থাকবে যা ব্যবহারকারীরা লাইট বাটন ধরে রেখে মোড বাটন পাঁচবার টিপে অ্যাক্সেস করতে পারেন। এছাড়া পুরনো মডেলের মতই, নতুন এয়ার কমপ্রেসার ১এস-এ একটি এসওএস ফ্ল্যাশিং বৈশিষ্ট্যসহ ইনবিল্ট আলো রয়েছে। সাথে এয়ার প্রেসার আউটপুট দেখার জন্য রয়েছে একটি ওএলইডি ডিসপ্লে রয়েছে। উপরন্তু, ডিভাইসটি একটি স্টোরেজ ব্যাগ, নিডেল ভালভ অ্যাডাপ্টার এবং একটি প্রেস্টা ভালভ অ্যাডাপ্টার বান্ডিল করবে।

অন্যান্য ফিচারের কথা বললে, নতুন শাওমি পোর্টেবল ইলেকট্রিক এয়ার কম্প্রেসার ১এস মডেল ১৪.৮ ওয়াট আওয়ার শক্তির লিথিয়াম ব্যাটারি প্যাক করবে। এছাড়া এতে থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট। এটি ৪৮০ গ্রাম ওজনের হবে।