আগামী মাসে ফের মূল্যবৃদ্ধির ধাক্কা, Punch, Nexon সহ সমস্ত গাড়ির দাম বাড়াচ্ছে Tata

বিশ্বব্যাপী মূল্য বৃদ্ধির কড়া আঁচে জর্জরিত কলকাতা থেকে কানাডা। পরিস্থিতি এতটাই বিরূপ যে চলতি বছরে দ্বিতীয় বার যাত্রিগাড়ির দাম বৃদ্ধির পথে হাঁটতে বাধ্য হল টাটা মোটরস। আগামী ১লা মে থেকে দেশীয় সংস্থার তৈরি সবকটি মডেলের দাম গড়ে ০.৬ শতাংশ করে বাড়ানো হচ্ছে। যদিও মডেল এবং তার ভ্যারিয়েন্ট অনুযায়ী বৃদ্ধির অঙ্ক ভিন্ন। প্রসঙ্গত, ২০২৩ এর ফেব্রুয়ারিতেই টাটা তার সমস্ত প্যাসেঞ্জার গাড়ির দাম ১.২% পর্যন্ত বৃদ্ধি করেছিল।

চলতি মাসের প্রথম দিন থেকে গোটা ভারত জুড়ে চালু হওয়া আরও কড়া নির্গমন নীতিকে অনুসরণ করতেই ইঞ্জিনে নানাবিধ পরিবর্তন করতে হচ্ছে বিভিন্ন সংস্থাকে। এই কারণেই যন্ত্রাংশের খরচ বাড়ছে অনেক। টাটা মোটরসের দাবি অনুযায়ী এই অতিরিক্ত খরচের বেশিরভাগটাই সংস্থা নিজেই বহন করতে পারলেও বর্তমানে তার কিছুটা অংশ কার্যত বাধ্য হয়েই গ্রাহকদের উপর চাপাচ্ছে তারা।

নতুন কার্বন এমিশন নীতি অনুসরণ করার পাশাপাশি ই-টোয়েন্টি (e-20) ফুয়েল সম্বলিত ইঞ্জিন বাজারে আনতেই এই বিপুল পরিমাণ খরচ বাড়ছে বিভিন্ন সংস্থার। টাটা মোটরসের পোর্টফোলিও তে থাকা এন্ট্রি লেভেলের মডেল- Tiago, Tigor থেকে শুরু করে এসইউভি মডেল- Punch, Nexon, Harrier এবং Safari সবগুলিতেই এখন থেকে অতিরিক্ত হারে মূল্য চুকাতে হবে গ্রাহকদের। আগামী মাস থেকেই কার্যকর হবে নতুন দাম।

একথা সত্য যে উপরের উল্লিখিত কারণগুলির জন্য কেবলমাত্র টাটা মোটরস নয় এদেশের অন্যান্য গাড়ি নির্মাতারাও দাম বাড়িয়েছে তাদের বিভিন্ন মডেলের। মারুতি সুজুকি, হুন্ডাই এবং হোন্ডাও গড়ে ২,০০০ থেকে ১৫,০০০ টাকা দাম বৃদ্ধি করেছে। এমনকি দেশীয় সংস্থা মাহিন্দ্রা তাদের অতি জনপ্রিয় Thar মডেলের সর্বাধিক ১.০৫ লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচের বোঝা চাপিয়েছে গ্রাহকদের উপর। আবার চলতি মাসেই টাটা মোটরস বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গাড়ির দাম ৫% পর্যন্ত বাড়িয়েছিল।