দৃশ্য দেখতে লাগবে বাস্তবের মতই, Sony ভারতে আনলো ৬৫ ইঞ্চির নতুন টিভি

বাজারে আধুনিক প্রযুক্তির গ্যাজেট আনার জন্য আগে থেকেই পরিচিত Sony। আজও এই মাল্টিন্যাশনাল কোম্পানিটি ভারতের বাজারে লঞ্চ করল ‘A8H’ নামের নতুন একটি 4K HDR OLED টিভি সিরিজ। যার দাম ২,৭৯,৯৯০ টাকা। দাম শুনেই বুঝতে পারছেন, আমাদের মত একাংশ ছাপোষা সাধারণ মানুষের পক্ষে Sony-র এই নতুন টিভি কেনা বেশ খানিকটা মুশকিল। কিন্তু আমরা বলব দাম শুনে আঁতকে উঠবেন না! বরঞ্চ জেনে নিন কেন এই টিভিটির দামের অঙ্ক এতটা বেশি।

Sony A8H 4K HDR OLED টিভির স্পেসিফিকেশন

Sony-র এই নতুন টিভিটির স্ক্রিন সাইজ ৬৫ ইঞ্চি অর্থাৎ ১৬৪ সেমি। এটি সেল্ফ-ইলুমিনেটিং পিক্সেল এবং X1 Ultimate পিকচারের সাহায্যে চলে। তাছাড়া এই টিভিতে সনির পিক্সেল কনট্রাস্ট বুস্টার প্রযুক্তি রয়েছে, যার ফলে দৃশ্যের রঙ এবং বৈসাদৃশ্য আরো নিখুঁতভাবে বোঝা যাবে। আবার টিভিটিতে এক্স-মোশন স্পষ্টতা প্রযুক্তিও রয়েছে যা ডিভাইসে স্থিতিশীল রিফ্রেশ রেট সরবরাহ করবে। ফলে টিভিটি অত্যন্ত মসৃণ, পরিষ্কার ও উজ্জ্বল আউটপুট দেবে। অর্থাৎ স্ক্রিনের দৃশ্য দেখতে লাগবে বাস্তবের মতই!

ফিচারের কথা বললে Sony A8H 4K HDR OLED টিভিটি অ্যান্ড্রয়েড টিভি হওয়ায় গুগল প্লে স্টোর এবং ৫০০০টিরও বেশি অ্যাপ ও গেমস সমর্থন করে। ইউজাররা এতে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন ভিডিও, ডিজনি+হটস্টার ইত্যাদি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির অ্যাক্সেস পাবেন। স্মার্ট হোম ইন্টিগ্রেশনের জন্য এই টিভিতে রয়েছে বিল্ট-ইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এছাড়া টিভিতে পাবেন একটি মাইক্রোফোন, যার সাহায্যে ইউজাররা হ্যান্ডস-ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন। অর্থাৎ টিভি বা রিমোটে হাত লাগানোর প্রয়োজন পড়বেনা। শুধু তাই নয়, টিভিটিতে Apple AirPlay 2 এবং HomeKit-এর সাপোর্টও রয়েছে। ফলে, ইউজাররা তাদের iPhone, iPad এবং Mac ডিভাইস থেকে সরাসরি আপনার সনি টিভিতে কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন।

সাউন্ড সিস্টেমের কথা বললে, এই ওএলইডি টিভিতে নতুন অ্যাকোস্টিক সারফেস অডিও টেকনোলজি রয়েছে এবং Bass এনহ্যান্সের জন্য রয়েছে ডুয়াল সাবউফার (Subwoofer)। আবার এটির এস-ফোর্স ফ্রন্ট ডিজাইন বেশ উন্নত এবং মুগ্ধকর শব্দ সরবরাহ করে। এছাড়াও টিভিটিতে পাবেন ডলবি অ্যাটমোস সাপোর্ট। নির্মাতা সংস্থার দাবি, এই টিভির সাউন্ড আউটপুট শুনলে ইউজারের মনে হবে দৃশ্য থেকে সরাসরি শব্দ তার কাছে এসে পৌঁছাচ্ছে!
অন্যদিকে এটির ভয়েস জুম ফিচার খবর, সংলাপ এবং ডকুমেন্টারির ক্ষেত্রে বেশ মনোরম শব্দ সরবরাহ করে।

Sony A8H 4K HDR OLED টিভির লভ্যতা

এই টিভিটি আজ থেকে সনির রিটেল স্টোর (সনি সেন্টার এবং সনি এক্সক্লুসিভ), শপ অ্যাট এসসি (ShopatSC) অনলাইন পোর্টাল এবং দেশের বড় ইলেকট্রনিক স্টোরগুলির মাধ্যমে কেনা যাবে। আগ্রহীরা আমাজন ইন্ডিয়া ই-কমার্স সাইট থেকেও টিভিটি কিনতে পারবেন।