Redmi, Realme-দের সাথে স্মার্টফোন বাজার কাঁপাচ্ছে Poco, এই তিনটি ফোনের ব্যাপক চাহিদা

ভারতে Redmi, Realme, Vivo-র পাশাপাশি, আরেক চীনা স্মার্টফোন ব্র্যান্ড, Poco এখন ব্যাপক জনপ্রিয়। সম্প্রতি ব্র্যান্ডটি সস্তায় Poco F3 GT গেমিং ফোন লঞ্চ করে এই জনপ্রিয়তা আরো বাড়িয়েছে। আইডিসি ওয়ার্ল্ডওয়াইড মোবাইল ট্র্যাকারের রিপোর্ট অনুযায়ী, শাওমির এক সময়ের এই সাথীর জন্য ২০২১ সাল অত্যন্ত সুসময় হয়ে দাঁড়িয়েছে! বছরের দ্বিতীয় প্রান্তিকে Poco ৮৬৫% প্রবৃদ্ধির মুখ দেখেছে, যেখানে প্রথম ত্রৈমাসিকে তাদের গ্রোথ ছিল ৩০০%। সেক্ষেত্রে পরপর এই সাফল্য পেয়ে তারা ইন্ডিয়ান মার্কেটে একটি দ্রুত বর্ধনশীল কোম্পানিতে পরিণত হয়েছে। ঠিক কোন কোন হ্যান্ডসেটের জন্য পোকোর এই সাফল্য? আসুন জেনে নিই।

এই তিনটি স্মার্টফোনের হাত ধরে বাজার কাঁপাচ্ছে Poco

সূত্রের মতে, বিগত ছয় মাসে ব্র্যান্ডের Poco M3 (পোকো এম৩), Poco X3 Pro (পোকো এক্স৩ প্রো) এবং Poco C3 (পোকো সি৩) ফোন তিনটি বাজারে দেদার বিকিয়েছে। এর মধ্যে Poco C3 হল সবচেয়ে সস্তা ফোন যা গত বছর চালু হয়েছিল। লঞ্চের ৯ মাসের মধ্যেই ফোনটির ২ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল। দামের কথা বললে, এই ফোনটি ফ্লিপকার্টে ৭,৪৯৯ টাকা থেকে উপলব্ধ। এতে ৪ জিবি র‌্যাম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

অন্যদিকে মিড রেঞ্জের পোকো এক্স৩ প্রো ফোনে স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫,১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই মডেলের বেস ভ্যারিয়েন্টের (৬ জিবি/১২৮ জিবি) দাম ১৮,৯৯৯ টাকা। আবার, ফোনের ৮ জিবি/১২৮ জিবি ভ্যারিয়েন্টের জন্য ২০,৯৯৯ টাকা খরচ করতে হবে।

একইভাবে পোকোর সাফল্যের পেছনে থাকা পোকো এম৩ হ্যান্ডসেটে ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়া হ্যান্ডসেটটিতে স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ফুল এইচডি+ ডিসপ্লে পাওয়া যাবে। আগ্রহীরা এই পোকো ফোনের ৪ জিবি/৬৪ জিবি স্টোরেজযুক্ত ভ্যারিয়েন্টটি ১০,৪৯৯ টাকার বিনিময়ে কিনতে পারবেন, যেখানে এর ৬ জিবি/১২৮ জিবি সংস্করণের দাম পড়বে ১২,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন