বড় স্ক্রিন সাইজের সাথে ভারতে লঞ্চ হচ্ছে মেড ইন ইন্ডিয়া Redmi Smart TV, কবে জেনে নিন

Redmi ব্র্যান্ডিংয়ের অধীনে Xiaomi এতদিন স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, অডিও অ্যাক্সেসরিজ ও উইয়ারেবল ডিভাইস ভারতে এনেছে, তবে জল্পনা চলছিল রেডমির স্মার্টটিভিও (Redmi Smart TV) ভারতে লঞ্চ হতে পারে। গত সপ্তাহে Redmi Note 10 সিরিজের লঞ্চ ইভেন্টের শেষলগ্নে Xiaomi-র আপকামিং একটি প্রোডাক্টের টিজারে তারই আভাস মিলেছিল।

তবে ভারতের স্মার্ট টিভি সেগমেন্টে পা রাখার বিষয়টি আর জল্পনার পর্যায়ে না রেখে চাইনিজ কোম্পানিটি গতকাল ভারতে প্রথম রেডমি ব্রান্ডেড টিভি লঞ্চের ঘোষণা করেছে। একটি টিজার পোস্টারের মাধ্যমে Xiaomi জানিয়েছে, আগামী ১৭ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে প্রথম Redmi টিভি।

টিজার ছবিতে যদিও টিভিটির নাম জানানো হয়নি। এমনকি এর সাইজও উল্লেখ নেই। কেবল সাইজ বোঝাতে ‘XL’ কথাটি ব্যবহার করা হয়েছে৷ যা বড়ো স্ক্রিনের টিভি লঞ্চ হওয়ার দিকেই ইঙ্গিত করছে। প্রসঙ্গত, Xiaomi ইতিমধ্যে ভারতে ৬৫ ইঞ্চি Mi স্মার্ট টিভি সিরিজ লঞ্চ করেছে৷ সেক্ষেত্রে Redmi TV ৭০ ইঞ্চি স্ক্রিন ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। আবার সম্প্রতি চীনে লঞ্চ হওয়া ৮০ ইঞ্চি টেলিভিশন মডেলটিও Redmi ভারতে আনতে পারে। যাই হোক, লঞ্চের আগে আপকামিং টেলিভিশনের ব্যাপারে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, Xiaomi ইন্ডিয়ার স্মার্ট টিভি হেড ইশ্বর নীলকান্তন (Iswar Nilkantan) ইঙ্গিত দিয়েছিলেন যে রেডমি ব্রান্ডেড স্মার্ট টিভি কোম্পানি ভারতেই উৎপাদন করবে৷ এদেশে Mi স্মার্ট টিভির উৎপাদনের দায়িত্বে আছে ডিক্সন টেকনোলজিস (Dixon Technologies)৷ পাশাপাশি Xiaomi রেডিয়েন্ট (Radiant) নামে একটি সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে৷ রেডিয়েন্টকে দিয়ে শাওমি ভারতে Redmi TV ম্যানুফ্যাকচারিং করাবে বলে এখন গুঞ্জন চলছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন