Redmi 13 সস্তায় নতুন HyperOS সিস্টেমের সঙ্গে লঞ্চ হবে শীঘ্রই, ফিচার্স কেমন হতে পারে দেখুন

শাওমি (Xiaomi) বর্তমানে তাদের জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমির পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের স্মার্টফোন, Redmi 13 লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ফোনটিকে ইতিমধ্যেই আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশনের (FCC) ওয়েবসাইটে দেখা গিয়েছিল। আর এখন, আইএমডিএ (IMDA) এবং ইইসি (EEC)-এর মতো সার্টিফিকেশন ডেটাবেসে Redmi 13 উপস্থিত হয়েছে, যা এই ফোনটির আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়।

Redmi 13 পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

2404ARN45A মডেল নম্বর সহ আসন্ন রেডমি 13 হ্যান্ডসেটটি ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি এবং ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। এটিকে ফোনটির লাতিন আমেরিকান সংস্করণ বলে মনে করা হচ্ছে। তবে মডেল নম্বর ছাড়া, এই লিস্টিংগুলি আসন্ন হ্যান্ডসেটটির সম্পর্কে আর কিছুই প্রকাশ করেনি।

রেডমি 13 সম্প্রতি ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। এই সার্টিফিকেশন লিস্টিংটি প্রকাশ করেছে যে, ফোনটিতে 5,000 এমএএইচ (সঠিক ক্ষমতা 4,930 এমএএইচ) ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে স্মার্টফোনটি হাইপারওএস 1.0 কাস্টম স্কিনে রান করবে। এটি ব্লুটুথ 5.3 ভার্সনও সাপোর্ট করবে বলে জানা গেছে।

সম্প্রতি, একটি অনলাইন রিপোর্টে দাবি করা হয়েছে যে Redmi 13 ফোনে MediaTek Helio G88 প্রসেসর থাকবে। এছাড়াও শোনা যাচ্ছে যে, এটির কেডনেম ‘মুন’ (Moon) এবং ভারতীয় বাজারেও লঞ্চ হবে। তবে Redmi 13 ভারত সহ বিশ্বের কিছু দেশে Poco M6 হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। কোম্পানি এখনও Redmi 13-এর লঞ্চের তারিখটি ঘোষণা করেনি। তবে, আশা করা যায় এটি আগামী কয়েক সপ্তাহেই মধ্যেই বাজারে পা রাখবে।