160 সিসির তিন বাইকের লড়াই, Apache RTR 160 4V, Hero Xtreme 160R, ও নতুন Pulsar NS160 এর মধ্যে এগিয়ে কে

নয়া নির্গমন বিধি মেনে ভারতের বাজারে সদ্য লঞ্চ হয়েছে Bajaj Pulsar NS160 ও NS200। তবে আজকের আলোচ্য মডেলটি হল NS160। এদেশে যার প্রধান প্রতিপক্ষ হিসেবে রয়েছে TVS Apache RTR 160 4V ও Hero Xtreme 160R। এই প্রতিবেদনে বাইক তিনটির মধ্যে তুলনামূলক আলোচনা করা হল।

2023 Bajaj Pulsar NS160 vs rivals দাম

বাজাজ পালসার এনএস১৬০-র দাম ১,৩৪,৬৫৭ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। বাজার চলতি মডেলটির চাইতে নতুন ভার্সনের দাম ১০,০০০ টাকা বেশি রাখা হয়েছে। যেখানে মূল প্রতিপক্ষ TVS Apache RTR 160 4V ও Hero Xtreme 160R কিনতে যথাক্রমে ১,২৯,৮২০ টাকা ও ১.১৯-১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ পড়ে।

2023 Bajaj Pulsar NS160 vs rivals ইঞ্জিন

2023 Pulsar NS160-তে শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি ১৬০.৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল/এয়ার কুল্ড মোটর। যা থেকে ৯,০০০ আরপিএম গতিতে ১৬.৯ বিএইচপি শক্তি ও ৭,২৫০ আরপিএম গতিতে ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন হবে।

যেখানে Apache RTR 160 4V-তে উপস্থিত একটি ১৫৯.৭ সিসি, অয়েল/এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত ইঞ্জিন। এটি থেকে ৯২৫০ আরপিএম গতিতে ১৬ বিএইচপি শক্তি এবং ৭,২৫০ আরপিএম গতিতে ১৪.৭৩ এনএম টর্ক পাওয়া যায়। অন্যদিকে Xtreme 160R একটি ১৬৩ সিসি, এয়ার কুল্ড ইঞ্জিনে ভর করে ছোটে। যার সর্বোচ্চ আউটপুট ১৪ বিএইচপি।

2023 Bajaj Pulsar NS160 vs rivals স্পেসিফিকেশন ও ফিচার্স

নতুন Bajaj Pulsar NS160-তে দেওয়া হয়েছে একজোড়া আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল চ্যানেল এবিএস। নেকেড মোটরসাইকেলটিতে উপস্থিত একটি সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং একটি গিয়ার পজিশন ইন্ডিকেটর।

অন্যদিকে, Apache RTR 160 4V-তে উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক। এর ফিচারের তালিকায় রয়েছে একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। যেখানে স্পিডোমিটার, ট্যাকোমিটার, ক্লক, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, টপ স্পিড রেকর্ডার, ল্যাপ টাইমার, অ্যাক্সেলারেশন টাইমার এবং রাইডিং মোডের তথ্য ভেসে ওঠে। তিনটি রাইডিং মোড আছে এতে – আরবান, রেইন এবং স্পোর্ট। যদিও এতে কেবলমাত্র সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে।

যেখানে, Hero Xtreme 160R-তে দেওয়া হয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, ইঞ্জিন কিল সুইচ, ডিজিটাল স্পিডোমিটার, ট্যাকোমিটার সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।