সুখবর! Xiaomi-এর এই ফোনে আসছে MIUI 12.5 Enhanced এডিশন আপডেট, আপনার ফোন পাবে?

Mi Mix 4 ও Mi Pad 5 সিরিজের লঞ্চ ইভেন্টে MIUI 12.5 Enhanced এডিশনের ঘোষণা করেছিল শাওমি। সেইসঙ্গে কোম্পানির কোন মডেলের হ্যান্ডসেটে MIUI 12.5 Enhanced এডিশনের আপডেট শীঘ্রই রোলআউট করা হবে, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছিল। তবে বিশ্ববাজারে শাওমির স্মার্টফোনে কবে নতুন কাস্টম রমের আপডেট আসবে, তা এতদিন ঘোষণা করা হয়নি। তবে এবার গ্লোবাল মার্কেটে উপলব্ধ শাওমির ফোনেও MIUI 12.5 Enhanced এডিশন নিয়ে আসা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে সংস্থার তরফে।

Mi গ্লোবাল কমিউনিটির একটি পোস্টে শাওমি মোট ৯টি স্মার্টফোনের তালিকা দিয়েছে। তালিকার প্রত্যেকটি ফোন ফ্ল্যাগশিপ এবং এগুলো সবার আগে MIUI 12.5 Enhanced এডিশনের আপডেট পাবে। চতুর্থ ত্রৈমাসিকে আপডেটটি রোল আউট করা হবে বলে জানিয়েছে শাওমি৷ অর্থাৎ এখনও অক্টোবর পর্যন্ত অপেক্ষা।

MIUI 12.5 Enhanced এডিশন সবার আগে গ্লোবাল মার্কেটে যে সব ফোনে আসছে

Mi 11

Mi 11 Ultra

Mi 11i

Mi 11X Pro

Mi 11X

Mi 10T Pro

Mi 10T

Mi 10 Pro

Mi 10

MIUI 12.5 Enhanced এডিশনের বিশেষত্ব

এমআইইউআই ১২.৫ এনহ্যান্সড এডিশনের মূল কথা ‘অপ্টিমাইজেশন’। এতে নতুন কোনও ফিচার যোগ করা হয়নি। মূলত এফিসিয়েন্সি বাড়ানোর লক্ষ্যেই নিজেদের মোবাইল সফটওয়্যারের লেটেস্ট ভার্সন এনেছে শাওমি।

চার দিকে ভাগ করা হয়েছে এই অপ্টিমাইজেশন – লিকুইড স্টোরেজ, অ্যাটোমিক মেমরি, ফোকাস ক্যালকুলেশন, এবং ইন্টেলিজেন্ট ব্যালান্স।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন