প্রতীক্ষার অবসান, অবশেষে শুরু হচ্ছে Oppo Watch Free স্মার্টওয়াচের সেল

গত ফেব্রুয়ারি মাসে ভারতে আত্মপ্রকাশ করেছে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড Oppo-র Reno 7 সিরিজের স্মার্টফোনগুলির সাথে Watch Free স্মার্টওয়াচ। তবে লঞ্চের সময় এই স্মার্টওয়াচটির সেলের দিনক্ষণ জানানো হয়নি। কিন্তু এখন সংস্থাটি Oppo Watch Free স্মার্টওয়াচের বিক্রির দিন নিশ্চিত করল। আগামী ২৯ মার্চ বেলা বারোটা থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কিনতে পাওয়া যাবে নতুন এই স্মার্টওয়াচ। এটি ১১০টি স্পোর্টস মোড এবং একাধিক হেলথ ফিচারের সাথে এসেছে। শুধু তাই নয়, ফাস্ট চার্জিং সমর্থনকারী নতুন ঘড়িটি একবার চার্জে ১৪ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে বলে দাবি করেছে সংস্থাটি। চলুন দেখে নেওয়া যাক Oppo Watch Free স্মার্টওয়াচের দাম ও ফিচার।

Oppo Watch Free স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতে ওপ্পো ওয়াচ ফ্রি স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। আগেই বলেছি, আগামী ২৯ মার্চ বেলা বারোটা থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রেতারা এটি কিনতে পারবেন। কেবলমাত্র ব্ল্যাক কালার অপশনেই উপলব্ধ ওপ্পো ওয়াচ ফ্রি স্মার্টওয়াচ।

Oppo Watch Free স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নতুন ওপ্পো ওয়াচ ফ্রি স্মার্টওয়াচ ১.৬৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজিলিউশন ২৮০x৪৫৬ পিক্সেল। এছাড়া ডিসপ্লেটি ৩২৬ পিপিআই সহ ১০০% ডিসিআই পি-৩ হোয়াইট কালার গ্যামুট সাপোর্ট করবে।

স্মার্টওয়াচটির ফিচার প্রসঙ্গে বলতে গেলে এতে থাকছে ফিটনেস ট্র্যাকার হিসেবে ১১০ টি স্পোর্টস মোড, যার মধ্যে রয়েছে আউটডোর রানিং, আউটডোর সাইক্লিং, ওয়াকিং, ইনডোর সাইক্লিং, ফ্রী ট্রেনিং এবং আরও অনেক কিছু। অন্যদিকে এতে হার্ট রেট সেন্সর মত হেলথ মোড বর্তমান। উপরন্তু জল থেকে সুরক্ষা দিতে ঘড়িটিকে ৫ এটিএম রেটিং দেওয়া হয়েছে।

এবার আসা যাক ওয়্যারেবলটির ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ২৩০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ঘড়িটিকে ১৪ দিন পর্যন্ত টিকে সক্রিয় রাখতে সাহায্য করবে। পাশাপাশি মাত্র ৫ মিনিট চার্জে এটি এক দিন পর্যন্ত ব্যবহারযোগ্য। এছাড়া দ্রুত সংযোগের জন্য Oppo Watch Free স্মার্টওয়াচে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.০ ভার্সন। পরিশেষে জানাই, হেলথ অ্যাপের মাধ্যমে ঘড়িটি অ্যান্ড্রয়েড ৬.০ বা তার থেকে উচ্চতর ভার্সন এবং আইওএস ১০.০ বা তার থেকে উচ্চতর ভার্সনে চালিত ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ।