হাতে আর 3 দিন, নতুন ফ্ল্যাগশিপ বাইকের ফিচার্স প্রকাশ্যে এনে উন্মাদনা বাড়াল Hero

হিরো মোটোকর্প (Hero MotoCorp) আগামী ২৩শে জানুয়ারি তাদের ফ্ল্যাগশিপ মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। আপকামিং মডেলটির নাম Mavrick 440। যা Harley-Davidson X440-এর উপর ভিত্তি করে নির্মিত। ইতিমধ্যেই ডিজাইনের আভাস দিয়ে স্কেচ প্রকাশ করেছে সংস্থা। এবার এক নতুন টিজারের মাধ্যমে বাইকটির এগজস্টের আওয়াজ ও ফিচার-প্যাকড ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে পরিচয় করালো হিরো।

Hero Mavrick 440-এর নতুন টিজার

ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি এলসিডি বলে মনে করা হচ্ছে। যেখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর, স্পিডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গজ ইত্যাদি তথ্য ফুটে উঠবে। মোটরবাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি অফার করেছে হিরো। এতে কেবল যে বিভিন্ন নোটিফিকেশন দেখা যাবে তেমনটিই নয়, উপরন্তু নেভিগেশনের সুবিধাও মিলবে।

ম্যাভরিকের এগজস্ট সাউন্ডও শুনিয়েছে হিরো। পারফরম্যান্সের জন্য এতে থাকছে Harley-Davidson X440-এর ৪৪০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৭ বিএইচপি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে থাকছে সিক্স-স্পিড গিয়ারবক্স।

X440-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই আসতে চলা Mavrick 440-তে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও টুইন শক অ্যাবজর্বার থাকবে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সামনে ৩২০ মিমি এবং পেছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে। সঙ্গে থাকবে ডুয়েল চ্যানেল এবিএস। তবে মোটরসাইকেলটি হুইল সাইজ এখনও পর্যন্ত জানা যায়নি।