Amazon-এ চলছে Mega Electronics Days সেল: স্মার্টওয়াচ, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদিতে পাবেন দেদার ছাড়

আপনি কি এই মুহূর্তে স্মার্টওয়াচ, হেডফোন, ট্যাবলেট, ল্যাপটপ জাতীয় ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট সস্তায় কেনার কথা ভাবছেন? এদিকে আপনার পছন্দের তালিকায় রয়েছে Samsung, Apple, Sony থেকে শুরু করে Noise BoAt-এর মত ব্র্যান্ডের প্রোডাক্ট? তাহলে কিন্তু Amazon India-য় চলমান ‘Mega Electronics Day’ সেল আপনার জন্য অত্যন্ত ফায়দামন্দ্ হতে পারে। আসলে এই সেলেও ই-কমার্স জায়ান্টটি বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের ইলেকট্রনিক ডিভাইস এবং অ্যাক্সেসরিজ আইটেমে অফার দিচ্ছে – এক্ষেত্রে ক্রেতারা ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ইত্যাদি সুবিধা পাবেন। তবে আগামী ২০শে ফেব্রুয়ারি এই Mega Electronics Day সেলের শেষদিন; তাই কোনো কিছু কেনার থাকলে হাতে থাকা দুদিন সময় কাজে লাগিয়ে সেই পর্ব সেরে ফেলতে হবে। তো এখন আসুন, চটপট Amazon Mega Electronics Day-এর বিশেষ অফারগুলি সম্পর্কে দু-চার কথা জেনে নিই।

Amazon Mega Electronics Day সেলের এক ডিলগুলি মিস করবেন না

১. অ্যামাজন মেগা ইলেকট্রনিক্স ডে সেলে Apple Watch SE মডেল ২৬,৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। এটি সুইম প্রুফ ডিজাইন, ১০০% রিসাইকেলড্ অ্যালুমিনিয়াম কেস, ফিটনেস এবং হেল্থ ট্র্যাকিং অপশন, এমার্জেন্সি এসওএস (SOS) ইত্যাদি ফিচার বহন করে। এক্ষেত্রে প্রিমিয়াম মডেল কিনতে না চাইলে ১.৬৯ ইঞ্চি এইচডি কার্ভড ডিসপ্লে বিশিষ্ট এবং একাধিক হেল্থ ট্র্যাকিং ফিচার সম্বলিত Boat Wave Call স্মার্টওয়াচটি বেছে নিতে পারেন, যার জন্য খরচ করতে হবে ১,৭৯৯ টাকা। এছাড়াও ১,৯৯৯ টাকায় Noise Pulse 2 Max স্মার্টওয়াচ কিনলে মিলবে ১.৮৫ ইঞ্চি ডিসপ্লে, ৫৫০ নিট পিক ব্রাইটনেস এবং ১০ দিনের ব্যাটারি লাইফ।

২. ইয়ারবাডের ক্রেতারা এখন অ্যামাজনে Boat Airdopes 141 মডেলটি ১,৪৯৯ টাকায় পেতে পারেন। এই ইয়ারবাডে লিথিয়াম পলিমার ব্যাটারির সাথে ওয়াটার রেজিস্ট্যান্ট টেকনোলজি দেওয়া হচ্ছে।

৩. অ্যামাজনে এখন প্রচুর ল্যাপটপে ছাড় মিলছে। যেমন ১৫.৬ ইঞ্চি এলইডি ডিসপ্লে এবং উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম চালিত Asus TUF Gaming A15 ল্যাপটপ কিনতে গেলে ৪৯,৯৯০ টাকা দাম দিতে হবে। অন্যদিকে ৫৩,৯৯০ টাকায় HP Victus Gaming Ryzen 5 ল্যাপটপ মিলবে; এতে ১৬.১ ইঞ্চি ডিসপ্লে, এএমডি রাডেওন ৫৫৬০০এইচ (AMD Radeon 55600H) প্রসেসর এবং আপগ্রেড কুলিং সিস্টেম রয়েছে। একইভাবে ফিচারে ঠাসা Acer Nitro Gaming i5 ল্যাপটপ ৫৯,৯৯০ টাকায় এবং Lenovo Ideapad Gaming i5 ল্যাপটপ ৬৭,৯৯০ টাকায় কেনা যাবে।

৪. ট্যাবলেটের ক্ষেত্রে Samsung Tab S8 মডেল ৫৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে; এতে আছে ১১ ইঞ্চি ডিসপ্লে, ৮,০০০ এমএএইচ ব্যাটারির মত ফিচার। আবার Lenovo Tab P11 5G ট্যাবলেট কিনতে চাইলে দাম পড়বে ৩৫,৯৯৯ টাকা; এটি ১১ ইঞ্চি ডিসপ্লের সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর এবং ৭,৫০০ এমএএইচ ব্যাটারি বহন করে।

৫. ভ্লগার বা ফটোগ্রাফাররা Sony ZV-1 Vlog ক্যামেরা কম্বো ৬৪,৯৯০ টাকায় পেতে পারেন। এটি ব্লুটুথ শুটিং গ্রিপ, রিচার্জেবল ব্যাটারি, ভিডিও আই এএফ (AF) সহ ৪কে (4K) মুভি রেকর্ডিং এবং রিয়েল টাইম ট্র্যাকিংসহ আসে।

প্রসঙ্গত উল্লেখ্য, অ্যামাজন মেগা ইলেকট্রনিক্স ডে সেলে কেনাকাটার সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রিপেইড পেমেন্ট বা ইএমআই ট্রানজাকশন করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।