Xiaomi আনছে নতুন ব্যাটারি চার্জিং প্রযুক্তি, পাওয়া যাবে অতিরিক্ত ১০০ মিনিট ব্যাকআপ টাইম

বর্তমানকালে স্মার্টফোন কেনার সময় ক্রেতারা যে কয়েকটি বিষয় বাধ্যতামূলকভাবে বিচার করে থাকেন, তার মধ্যে একটি হল ফোনের ব্যাটারির চার্জিং ক্ষমতা। যে স্মার্টফোনগুলিতে অল্প সময় চার্জিংয়েই পাওয়া যায় দুর্দান্ত ব্যাটারি লাইফ, বর্তমানে সেই ফোনগুলির চাহিদাই বিপুল পরিমাণে বেড়ে গেছে। তাই মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলি তাদের নতুন স্মার্টফোনগুলির ফাস্ট চার্জিং প্রযুক্তির উপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। OnePlus, Realme-র মত সংস্থাগুলি তাদের ফ্ল্যাগশিপ ফোনে ৬৫ ওয়াট অবধি ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করছে। এই তালিকায় রয়েছে চীনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Xiaomi-ও। সংস্থাটি সম্প্রতি ঘোষণা করেছে, তারা একটি বিশেষ ব্যাটারি টেকনোলজির ওপর কাজ করছে। এই টেকনোলজি অফার করবে ১০ শতাংশ বেশি ব্যাটারি ক্যাপাসিটি ও অ্যাডভান্সড মনিটরিং। আগামী বছরের দ্বিতীয়ার্ধে Xiaomi-র এই টেকনোলজি জনসমক্ষে আসবে বলে জানা গেছে।

Xiaomi নিয়ে আসছে নতুন ব্যাটারি টেকনোলজি

চিনা মাইক্রোব্লগিং সাইট Weibo -তে পোস্ট করে শাওমি কর্তৃপক্ষ জানিয়েছেz তারা শীঘ্রই তাদের ফোনগুলির জন্য নিয়ে আসতে চলেছে এক নতুন ব্যাটারি টেকনোলজি। সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম অনেকদিন ধরেই এই প্রযুক্তির ওপর কাজ করছে। ২০২২- এর দ্বিতীয়ার্ধে এই টেকনোলজিকে সামনে নিয়ে আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও এই পোস্টটিতে সংস্থার তরফে জানানো হয়েছে, এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের ব্যাটারির মধ্যে যে সিলিকন কনটেন্ট থাকে সেটিকে প্রায় ৩ গুণ বাড়ানো সম্ভব হবে। এর ফলে বাড়বে ব্যাটারির স্টোরেজ ক্যাপাসিটি।

শাওমি দাবি করেছে, তাদের এই টেকনোলজির সাহায্যে ব্যাটারির মধ্যে এখনকার তুলনায় ১০ শতাংশ বেশি এমএএইচ ক্ষমতা যুক্ত করা যাবে ও তার সঙ্গে একবার চার্জ দিলে ১০০ মিনিট অতিরিক্ত রানটাইম পাওয়া যাবে। এর সাথে ব্যাটারির প্যাকেজিংও পুনর্গঠন করা হয়েছে, যার ফলে ব্যাটারির স্পেস ক্যাপাসিটি আরো বৃদ্ধি পাবে। নতুন টেকনোলজিতে ব্যাটারির প্রোটেকশন সার্কিট মডিউলটিকে (PCM) ৯০ ডিগ্রি কোণে স্থিত করা হয়েছে, যা কিছুটা স্থান বাঁচিয়েছে।

এই নতুন ব্যাটারি প্রযুক্তিতে যুক্ত করা হয়েছে ফুয়েল গেজ চিপ, যেটি নির্ভর করে অ্যাডভান্সড অ্যালগরিদমের ওপর ও উন্নত করে তোলে নিরাপত্তার দিকটিও। এছাড়াও এই চিপ সেলের জীবনকাল বৃদ্ধি করে সারারাত চার্জিং মনিটর করার মাধ্যমে।

এই নতুন ব্যাটারি টেকনোলজিতে ফোনের তাপমাত্রা কমাতে টেম্পারেচার কন্ট্রোল সেন্সরও ব্যবহার করা হবে। তবে শাওমি প্রকাশ করেনি যে এটি কীভাবে ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই শাওমি তাদের এই নতুন ব্যাটারি টেকনোলজি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনবে।