Samsung Galaxy Z Fold 4, Z Flip 4 কিনতে হুড়োহুড়ি, পার করল ১ লক্ষ বিক্রির মাইলস্টোন

দক্ষিণ-কোরিয়া ভিত্তিক জনপ্রিয় ইলেকট্রনিক্স নির্মাতা স্যামসাং (Samsung) গত মাসে অর্থাৎ আগস্টে অনুষ্ঠিত এবছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2022) ইভেন্টে তাদের Galaxy Z সিরিজের অধীনে Galaxy Z Fold 4 এবং Z Flip 4 ফোল্ডেবল ডিভাইস দুটি উন্মোচন করেছে। লঞ্চ হওয়ার পর উভয় ডিভাইসই বিভিন্ন দেশে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। ভারতে এই দুটি ফোল্ডেবল ফোনেরই প্রি-বুকিং শুরু হয় গত ১৬ আগস্ট থেকে এবং প্রি-বুকিং প্রক্রিয়া শুরু হওয়ার ১২ ঘন্টার মধ্যেই স্যামসাং জানায় যে, তারা ৫০,০০০-এরও বেশি প্রি-বুকিং অনুরোধ গ্রহণ করেছেন। আর এখন সংস্থার ভারতীয় শাখার তরফে নিশ্চিত করা হয়েছে যে, ১ সেপ্টেম্বর পর্যন্ত সম্মিলিতভাবে Galaxy Z Fold 4 এবং Z Flip 4-এর প্রি-বুকিং রেজিস্ট্রেশনের সংখ্যা ১,০০,০০০ ছাড়িয়েছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে, ভারতীয় গ্রাহকবেসের মধ্যে স্যামসাংয়ের এই নবাগত ফোল্ডেবল হ্যান্ডসেটগুলি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।

Samsung Galaxy Z Fold 4 এবং Z Flip 4-এর প্রি-বুকিং পেরেলো এক লক্ষের মাইলফলক

স্যামসাং ইন্ডিয়া তাদের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে যে, গত ১০ আগস্ট উন্মোচিত গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং জেড ফ্লিপ ৪ এদেশে গত ১ সেপ্টেম্বরের শেষে ১,০০,০০০ প্রি-বুকিং অতিক্রম করেছে, যা উভয় ডিভাইসকেই ভারতে সবচেয়ে জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোনে পরিণত করেছে।

দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ভারতীয় ক্রেতাদের জন্য বিনামূল্যে ওয়্যারলেস চার্জার ডুও, ৬,০০০ টাকায় ১ বছরের স্যামসাং কেয়ার প্লাস এবং ২,৯৯৯ টাকায় গ্যালাক্সি ওয়াচ ৪ ক্ল্যাসিক স্মার্ট ওয়াচ-সহ অনেকগুলি প্রি-বুকিং অফার ঘোষণা করে। এছাড়াও ছিল অতিরিক্ত ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট। আর এই সবকিছুই গ্রাহকদের গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং জেড ফ্লিপ ৪-এর প্রতি আকর্ষণ আরও বৃদ্ধি করেছে।

উল্লেখযোগ্যভাবে, স্যামসাংয়ের চতুর্থ প্রজন্মের Galaxy Z Fold 4 এবং Z Flip 4 ফোল্ডেবল ডিভাইসগুলির ওপর ওয়্যারলেস চার্জার ডুও, স্যামসাং কেয়ার প্লাস (Samsung Care Plus) এবং Galaxy Watch 4 Classic-এর অফারগুলি সংস্থার ওয়েবসাইট এবং ব্র্যান্ডের এক্সক্লুসিভ স্টোরগুলি ছাড়া আর কোথাও উপলব্ধ নেই।

তবে, আগ্রহী গ্রাহকরা Samsung Galaxy Z Fold 4 এবং Flip 4 কেনার জন্য এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ডগুলিতে ৮,০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও, রয়েছে ৮,০০০ টাকা পর্যন্ত একটি অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস, একটি ২০,০০০ টাকার (20K) সুবিধা প্রোগ্রাম এবং একটি রেফারেল সুবিধা প্রোগ্রাম। উল্লিখিত এই অফারগুলি শুধুমাত্র ভারতে উপলব্ধ। জানিয়ে রাখি, ভারতে Samsung Galaxy Z Fold 4 এবং Z Flip 4-এর প্রারম্ভিক মূল্য যথাক্রমে ১,৫৪,৯৯৯ টাকা এবং ৮৯,৯৯৯ টাকা।