আগামীকাল ভারত লঞ্চ হচ্ছে Samsung Galaxy M13, Galaxy M13 5G, তার আগেই ফাঁস দাম সহ ফিচার

স্যামসাং আগামীকাল, ১৪ জুলাই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের M সিরিজে অন্তর্ভুক্ত Samsung Galaxy M13 এবং Galaxy M13 5G স্মার্টফোন দুটি। এগুলি ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon)-এর মাধ্যমে উন্মোচন করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি এক টিপস্টার জানিয়েছেন, এই দুটি বাজেট গ্যালাক্সি ফোন তিনটি কালার অপশন এবং দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আত্মপ্রকাশ করবে। এখন আবার লঞ্চের আগে, একটি নতুন রিপোর্টে আপকামিং Galaxy M13 এবং M13 5G ডিভাইস দুটির দাম এবং প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, Galaxy M13 5G ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং MediaTek Dimensity 700 প্রসেসর সহ আসবে। আবার এর ৪জি মডেলটিতে ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং সংস্থার নিজস্ব Exynos 850 প্রসেসর থাকবে। প্রসঙ্গত, Galaxy M13 4G মডেলটি ইতিমধ্যেই গত মে মাসে উন্মোচন করা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম১৩ এবং গ্যালাক্সি এম১৩ ৫জি-এর মূল্য এবং লভ্যতা (Samsung Galaxy M13 এবং Galaxy M13 5G Expected Price and Availability)

টিপস্টার পারস গুগলানি এবং টেকইয়র্কার (TechYorker) যৌথভাবে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এম১৩ এবং গ্যালাক্সি এম১৩ ৫জি মডেল দুটির দাম এবং প্রত্যাশিত স্পেসিফিকেশনের পাশাপাশি কিছু রেন্ডারও প্রকাশ্যে এনেছেন। আগেই নিশ্চিত করা হয়েছে যে, দুটি হ্যান্ডসেটই আগামীকাল (১৪ জুলাই) ভারতের বাজারে পা রাখবে। এই ফোনগুলি আমাজনের সাইটে আগামী ২৩ জুলাই থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। টিপস্টার পারস গুগলানি জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এম১৩-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ১১,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১২,৯৯৯ টাকা নির্ধারণ করা হবে। এই স্মার্টফোনটি ব্রাউন, লাইট গ্রিন এবং ডার্ক ব্লু-এর মতো কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গেছে।

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ১৪,৯৯৯ টাকা এবং এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি পাওয়া যাবে ১৫,৯৯৯ টাকায়। গ্যালাক্সি এম১৩ ৫জি অ্যাকোয়া গ্রীন, মিডনাইট ব্লু, এবং স্টারডাস্ট ব্রাউন- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি-এর স্পেসিফিকেশন (Samsung Galaxy M13 5G Specifications)

আসন্ন Galaxy M13 5G-তে এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। স্যামসাং ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে চলবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য, Galaxy M13 5G-এর রিয়ার প্যানেলে অবস্থিত ক্যামেরা সেটআপের মধ্যে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স উপস্থিত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে, ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy M13 5G শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এম১৩-এর স্পেসিফিকেশন (Samsung Galaxy M13 Specifications)

স্যামসাং গ্যালাক্সি এম১৩ চলতি বছরের মে মাসের শেষের দিকে বিশ্ব বাজারে লঞ্চ করা হয়েছিল এবং এই সংস্কারণটির মতো একই স্পেসিফিকেশন ভারতীয় মডেলও দেখা যাবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটিতে ফুল-এইচডি+ রেজোলিউশন সহ একটি ৬.৬ ইঞ্চির ইনফিনিটি-ভি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি এক্সিনস ৮৫০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) রান করে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy M13-এর ট্রিপল ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফি জন্য, ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy M13 ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।