পাওয়ারফুল ব্যাটারি সহ লঞ্চ আসন্ন Moto E7i Power এর, জেনে নিন বাকি ফিচারস

ফেব্রুয়ারির শুরুতেই Moto E7i Power, Moto E6i ও Lenovo K13 কে ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে (Bluetooth SIG) দেখা গিয়েছিল। এখান থেকে জানা গিয়েছিল মোটো ই৭আই পাওয়ার ফোনের মডেল নম্বর হবে – XT2097-12, XT2097-13, XT2097-14। আজ এই ফোনটি থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন লাভ করলো। মডেল নম্বরের সাথে অনেক মিল থাকার কারণে এই ফোনটি লেনোভো কে১৩ (XT2097-15) এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলেও শোনা যাচ্ছে।

NBTC সার্টিফিকেশন সাইটে Moto E7i Power কে XT2097-14 মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও এখানে ফোনটির স্পেসিফিকেশন উল্লেখ ছিল না। তবে একের পর এক সার্টিফিকেশন লাভ করার অর্থ ফোনটি যে দ্রুত বাজারে আসবে তা আমাদের বুঝে নিতে অসুবিধা হয়না।

Anatel ও ব্লুটুথ সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল, মোটো ই৭আই পাওয়ার ফোনে ব্লুটুথ ৪.২ কানেক্টিভিটি থাকবে। আবার ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এতে থাকবে এমসি০-১০৭ চার্জার, যেটি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট অফার করতে পারে। আবার এতে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে। প্রায় একই ফিচার আমরা আপকামিং Lenovo K13 ফোনেও দেখেছি।

সেক্ষেত্রে মোটো ই৭আই পাওয়ার যদি লেনোভো কে১৩ এর রিব্র্যান্ডেড ভার্সন হয়, তাহলে এতে থাকতে পারে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ১.৬ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর, ৩ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এছাড়াও ফটোগ্রাফির জন্য এতে ১৩+২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যেতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন