Free Fire Unban: ফের ভারতে ফিরছে Free Fire গেম? সোশ্যাল মিডিয়ার জল্পনা কতটা সত্যি জেনে নিন

ইতিমধ্যেই আমরা প্রায় সকলেই জেনে গিয়েছি যে, সম্প্রতি দেশের নিরাপত্তা এবং সুরক্ষার খাতিরে ৫৪ টি বিদেশি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার, যার মধ্যে সিঙ্গাপুর-ভিত্তিক Sea Ltd (সি লিমিটেড)-এর মালিকানাধীন জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম Garena Free Fire (গ্যারেনা ফ্রি ফায়ার) শামিল রয়েছে। ফলে গেমটি এখন আর Google Play Store (গুগল প্লে স্টোর) এবং Apple (অ্যাপল)-এর App Store (অ্যাপ স্টোর)-এ উপলব্ধ নয়। তবে এবার সোশ্যাল মিডিয়ায় গেমটির ফিরে আসার খবর সামনে এল।

এক্ষেত্রে কিছু প্লেয়ার দাবি করছেন যে, সরকার এই গেমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে। একাধিক ইনস্টাগ্রাম (Instagram) এবং টুইটার (Twitter) ইউজার ফ্রি ফায়ার আনব্যানের খবর প্রকাশ্যে এনেছেন। এমনকি কিছু ব্যবহারকারী গেমটি আনব্যান করার তারিখও জানিয়েছেন। বেশ কিছু পোস্টে বলা হয়েছে যে, আগামী ১০ এপ্রিল গেমটির উপর থেকে সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আবার একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন যে, আর মাত্র দুই সপ্তাহ পরেই ফ্রি ফায়ার গেমটি আবার আনব্যান হতে চলেছে।

তবে ফ্রি ফায়ার আনব্যানের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। এমনকি ফ্রি ফায়ারের ডেভেলপার এবং পাবলিশার, সিঙ্গাপুর-ভিত্তিক সংস্থা গ্যারেনা-ও এই বিষয়ে কোনো আপডেট দেয়নি। এমত পরিস্থিতিতে ইন্টারনেটে এই সমস্ত দাবি গুজব ছাড়া আর কিছুই নয়। ফ্রি ফায়ার আনব্যান সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবতীয় তথ্যেরই কোনো বৈধ প্রমাণ নেই। ফলে আদৌ ভবিষ্যতে এই গেমটি আনব্যান হবে কি না, তার উত্তর একমাত্র সময়ের কাছেই রয়েছে!

প্রসঙ্গত উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি মন্ত্রকের জারি করা নিষেধাজ্ঞার ফলে দেশের প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ফ্রি ফায়ার অ্যাপকে তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হলেও ইউজাররা কিন্তু এখনও চাইলে এটি ডাউনলোড করে গেমটি খেলার মজা উপভোগ করতে পারেন। কারণ গেমটি এখনও Samsung Galaxy Store-এ ডাউনলোডের জন্য উপলব্ধ। এছাড়া, যে সকল ইউজারদের অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনে ফ্রি ফায়ার ইনস্টল করা রয়েছে, তারা এখনও অনায়াসে ভারতে গেমটি খেলতে পারে।