সবচেয়ে সস্তা সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন, Redmi Note 12 5G কিনুন মাত্র 13999 টাকায়, রয়েছে 48MP ক্যামেরা

আপনি যদি কম বাজেটে দুর্দান্ত ফিচারের 5G ফোন চান, তাহলে রেডমির একটি জনপ্রিয় ফোন কিনতে পারেন। বর্তমানে এই ডিভাইসটি বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। আমরা কথা বলছি Redmi Note 12 5G সম্পর্কে। এটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। আবার Redmi Note 12 5G ফোনে মিলবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে।

Redmi Note 12 5G এর তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন পাবেন সস্তায়

Redmi Note 12 5G ফোনটির ৪ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ১৫,৯৯৯ টাকা, ৬ জিবি + ১২৮ জিবি মডেলের মূল্য ১৭,৪৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ১৯,৪৯৯ টাকা। এই প্রত্যেকটি মডেলে ৪,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।

আবার অফিশিয়াল ওয়েবসাইটে এইচডিএফসি বা আইসিআইসিআই ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করলে ২,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এরপর ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের কার্যকর মূল্য দাঁড়াবে ১৩,৯৯৯ টাকা, ৬ জিবি র‌্যাম মডেলের কার্যকর মূল্য দাঁড়াবে ১৫,৪৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম মডেল কিনতে খরচ হবে ১৭,৪৯৯ টাকা।

Redmi Note 12 5G এর বিশেষত্ব

রেডমি নোট ১২ ৫জি হল ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লেটি ১২০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল লেন্স।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 12 5G ডিভাইসে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, ফোনটি ২২ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। সিকিউরিটির জন্য এই ফোনে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।