IND vs ENG 5th Test: মাঠ ভারতের হলেও সুবিধা পাবে ইংল্যান্ড, পঞ্চম টেস্টে কেমন আচরণ করবে ধর্মশালার পিচ, জানুন

দীর্ঘদিন ধরে ঘরের মাটিতে ভারতীয় দল টেস্ট সিরিজে নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে চলমান ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজেও ব্লু ব্রিগেডরা (India vs England series) ইতিমধ্যে ৩-১ ম্যাচে এগিয়ে আছে। আগামীকাল ধর্মশালায় এই সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচের পিচ কেমন হবে, আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। এর সঙ্গেই ব্যক্তিগত কারণে বিরাট কোহলি (Virat Kohli), চোটের কারণে কেএল রাহুলের (KL Rahul) মতো ক্রিকেটার দলের বাইরে থাকায় ব্লু ব্রিগেডরা কিছুটা চাপের মুখে পড়ে যায়। তবে রোহিত শর্মা তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিয়ে সিরিজে ঘুরে দাঁড়িয়ে পরপর ৩ ম্যাচে জয় তুলে নিয়েছেন। এই সিরিজ চলাকালীন ভারতের হয়ে অভিষেক করে সরফরাজ খান (Sarfaraz Khan) এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel) সকলকে মুগ্ধ করেছেন।

ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচের পিচ রিপোর্ট (India vs England 5th test match pitch report)

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ ব্যাটিং করার জন্য ভালো হলেও কিছুটা বাউন্স লক্ষ্য করা যায় যা দ্রুতগতির বোলারদের বিশেষ সুবিধা দেয়। ফলে ম্যাচের শুরুতে পরিস্থিতি পেসারদের জন্য কিছুটা সাহায্য করবে। তবে তৃতীয় এবং চতুর্থ দিনে স্পিনাররা যথেষ্ট সুবিধা পাবেন। শেষবার ধর্মশালায় আয়োজিত টেস্ট ম্যাচে ভারতীয় দল চতুর্থ ইনিংসে ১০৬ রান তাড়া করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করেছিল। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav) ৩ দিনের মধ্যে শেষ হওয়া এই ম্যাচে বল হাতে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন।‌ অন্যদিকে ধর্মশালার বর্তমান মেঘলা আবহাওয়ায় সুবিধা পাওয়ার জন্য টসে জেতা অধিনায়ক আগামীকাল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস (India vs England 5th test match weather forecast)

৭ মার্চ বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে ম্যাচ শুরু হতে কিছুটা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। তবে ৮ মার্চ শুক্রবার থেকে ১১ মার্চ সোমবার পর্যন্ত আকাশ পরিষ্কার এবং ঠান্ডা আবহাওয়া থাকবে বলে আশা করা হচ্ছে।