Vivo Y16: সস্তা ফোনে বড় ব্যাটারি ও ডুয়েল ক্যামেরা, সামনের সপ্তাহে ভারতে আসছে ভিভো ওয়াই১৬

ভিভো তাদের Y-সিরিজের অধীনে Vivo Y16 হ্যান্ডসেটটি গত আগস্ট মাসে হংকংয়ের মার্কেটে লঞ্চ করেছিল। এটি MediaTek Helio P35 প্রসেসর দ্বারা চালিত, যার সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও, Y16 ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দ্বারা পরিচালিত একটি ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, এলসিডি ডিসপ্লে এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে, এই ডিভাইসটি চলতি সপ্তাহেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। এদেশে লঞ্চের আগেই Vivo Y16-এর দামের বিশদ বিবরণও প্রকাশ্যে এসেছে।

Vivo Y16 খুব শীঘ্রই আসছে ভারতীয় বাজারে

৯১ মোবাইলস (91Mobiles)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভিভো ওয়াই১৬ এই সপ্তাহেই ভারতে লঞ্চ হবে। এই আসন্ন ওয়াই সিরিজের হ্যান্ডসেটটির দাম প্রায় ১২,৪৯৯ টাকা রাখা হবে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এটি পূর্বের রিপোর্টগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে, ভারতীয় ভ্যারিয়েন্টের কালার অপশন এবং মেমরি কনফিগারেশন সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

প্রসঙ্গত, ভিভো ওয়াই১৬ প্রাথমিকভাবে গত মাসে হংকং এবং ফিলিপাইন সহ বেশ কয়েকটি নির্বাচিত বাজারে উন্মোচন করা হয়েছিল। ভিভোর ফিলিপাইন শাখার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ডিভাইসটির একমাত্র ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮,৪৯৯ ফিলিপাইন পেসো (প্রায় ১১,৭০০ টাকা)। এটি ড্রিজলিং গোল্ড এবং স্টেলার ব্ল্যাক – এই দুই কালার অপশনে উপলব্ধ।

ভিভো ওয়াই১৬-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Vivo Y16 Expected Specifications

ভিভো ওয়াই১৬-এর ভারতীয় ভ্যারিয়েন্টে অন্যান্য বাজারে লঞ্চ করা মডেলের মতোই স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা যায়। এর গ্লোবাল ভ্যারিয়েন্টটি ৬.৫১ ইঞ্চির এইচডি+ (১,৬০০x৭২০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর দ্বারা চালিত। ফোনটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ এসেছে। আবার এক্সটেন্ডেড র‍্যাম ২.০ (RAM 2.0) ফিচারটির সাহায্যে, অব্যবহৃত মেমরি ব্যবহার করে ভিভো ওয়াই১৬-এর র‍্যাম ক্যাপাসিটি আরও ১ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (Funtouch OS 12) কাস্টম ইউজার ইন্টারফেসে চলে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y16-এ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে, যার মধ্যে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর অবস্থান করছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। নিরাপত্তার জন্য, Vivo Y16-এ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। সর্বোপরি, এই ভিভো হ্যান্ডসেটটি স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে।