বাজেট রেঞ্জের নতুন আইটেম বোম, Infinix Note 40 Pro Plus শীঘ্রই লঞ্চ হচ্ছে

SDPPI এবং EEC সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেল Infinix Note 40 Pro Plus স্মার্টফোন

Infinix বর্তমানে তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ Note 40 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই লাইনআপের অধীনে মোট তিনটি মডেল অন্তর্ভুক্ত করা হতে পারে, যথা – Note 40, Note 40 Pro, এবং Note 40 Pro Plus। যার মধ্যে টপ-এন্ড মডেলটি অর্থাৎ Infinix Note 40 Pro Plus -কে সম্প্রতি SPDDI এবং EEC সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হতে দেখা গেলো। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, বিশ্ববাজারে ডিভাইসটি সত্বর মুক্তি পাবে।

SDPPI এবং EEC সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেল Infinix Note 40 Pro Plus স্মার্টফোন

SDPPI এবং EEC উভয় সার্টিফিকেশন সাইটেই ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস স্মার্টফোনটি X6851B মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। যদিও মডেল নম্বর ব্যতীত এর ফিচার বা ডিজাইন সম্পর্কিত কোনো তথ্যই প্ল্যাটফর্মগুলিতে উপলব্ধ ছিল না।

তবে টপ-এন্ড মডেলের ফিচার প্রসঙ্গে কিছু জানা না গেলেও, সিরিজের অন্য দুটি হ্যান্ডসেট অর্থাৎ নোট ৪০ এবং নোট ৪০ প্রো হালফিলে গুগল প্লে কনসোল প্ল্যাটফর্মে উপস্থিত হয়। যার লিস্টিং ডিভাইসগুলির একাধিক কী-ফিচার নিশ্চিত করেছে।

যেমন জানা গেছে, উভয় হ্যান্ডসেটই মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং এআরএম মালি জি৫৭ জিপিইউ সহ আসবে। যার সাথে কমপক্ষে ৮ জিবি র‍্যাম সংযুক্ত থাকবে৷ ফোনগুলি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে আসবে। আবার সামনে ২৪৩৬×১০৮০ পিক্সেল রেজোলিউশন এবং ৪৮০ পিপিআই পিক্সেল ডেনসিটি সমর্থিত ডিসপ্লে প্যানেল দেখা যাবে। প্রসঙ্গত Infinix Note 40 এবং Note 40 Pro মডেল দুটি ‘ডিক্লারেশন অফ কনফর্মিটি’ ওয়েবসাইট দ্বারাও অনুমোদিত হয়েছে। যার লিস্টিং থেকে জানা গেছে, উভয় ফোনেই ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। তবে চার্জিং স্পিড স্বতন্ত্র হবে। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে ৪৫ ওয়াট চার্জিং এবং প্রো মডেলে ৭০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

Infinix Note 40 স্মার্টফোন সিরিজ সম্পর্কে আর বেশি কিছু জানা সম্ভব হয়নি। তবে সম্প্রতি X6871 মডেল নম্বর সহ একটি নতুন মডেলকে EEC প্ল্যাটফর্মে উপস্থিত হতে দেখা গেছে। মনে করা হচ্ছে, এটিও এই লাইনআপের কোনো একটি মডেল হবে। যদিও এর নির্দিষ্ট কোনো নাম এখনো সামনে আসেনি।