১৬ জিবি পর্যন্ত র‌্যামের সাথে আসছে Mi 11 Lite, Mi 11 Pro ও Mi Mix 4

আগামী ২৯ মার্চ চীনে শাওমির ‘Spring Conference’ বা বসন্তকালীন বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত দিনে শাওমি, Mi 11 Pro ও  Mi 11 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। এই দুটি ডিভাইস ইতিমধ্যে TENAA অথোরিটির ছাড়পত্র পেয়েছে। সেইসঙ্গে Mi 11 Lite এবং শাওমির প্রথম ফোল্ডেবল ফোন হিসেবে জল্পনায় থাকা Mi Mix 4 (অফিসিয়াল নাম নয়) গত সপ্তাহে TENAA-র ছাড়পত্র লাভ করেছে। এখন TENAA-র ডেটাবেস আপডেট হওয়ার ফলে Mi 11 Lite, Mi 11 Pro, ও ফোল্ডেবল ফোন Mi Mix 4 কোন কোন স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসবে তা জানা গেছে।

Xiaomi Mi 11 Lite এর স্টোরেজ ভ্যারিয়েন্ট

M2103K1AC মডেল নম্বর সহ লিস্টেড থাকা এমআই ১১ লাইট, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে শিপিং হবে৷ TENAA-র আপডেটেড সার্টিফিকেশন লিস্টিং থেকে এমনটাই জানা যাচ্ছে৷ জানিয়ে রাখি এই ফোনটি 4G ও 5G ভার্সনে পাওয়া যাবে বলে বিভিন্ন সার্টিফিকেশন মারফত এর আগে জানা গিয়েছিল।

Xiaomi Mi 11 Pro এর স্টোরেজ ভ্যারিয়েন্ট

আবার M2102K1AC বা এমআই ১১ প্রো-তে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। এছাড়াও, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের একটি হাই-ইন্ড মডেলে ফোনটি আসবে।

Xiaomi Foldable (Mi Mix 4) এর স্টোরেজ ভ্যারিয়েন্ট

TENAA-র আপডেটেড সার্টিফিকেশন লিস্টিং অনুসারে এমআই মিক্স ৪ ফোল্ডেবল ফোন ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। এছাড়াও, এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজের একটি মডেল থাকবে৷ উল্লেখ্য, পূর্বে 3C সার্টিফিকেশন সাইটে Xiaomi M2011J8C মডেল নম্বরের একটি ফোন স্পট করা হয়েছিল। এটি শাওমির প্রথম ফোল্ডেবল ফোন হিসেবে অনুমান করা হয়েছিল। ফোনটি ৬৭.১ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসবে বলে 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন