এক দিনে Royal Enfield-এর দুই বাইকে অগ্নিকান্ড, ফাটল বোমার মতো, ভিডিয়ো ভাইরাল

২০২২-এ গরমের পারদ চড়ার পর থেকে অসংখ্য টু-হুইলারে আগুন ধরার ঘটনা ঘটেছে। যার মধ্যে অবশ্য বৈদ্যুতিক স্কুটারের সংখ্যাই বেশি। এজন্য নির্দিষ্ট কয়েকটি সংস্থাকে অসংখ্য ক্রেতাদের বাক্যবাণে বিধ্বস্ত হতে হয়েছে। তবে সেই তালিকায় প্রথাগত জ্বালানির যে একটিও টু-হুইলার নেই, তেমনটি ভাবলে ভুল করবেন। গত মাসে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার এক মন্দিরের বাইরে Royal Enfield Classic 350-এর ফুয়েল ট্যাঙ্কে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এবারে একই দিনে রয়্যাল এনফিল্ডের দুটি জনপ্রিয় বাইকে আগুন ধরার খবর সামনে এলো। যার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

ভিডিয়ো অনুযায়ী, সম্প্রতি সোলাপুর এবং ভুবনেশ্বরে একই দিনে রয়্যাল এনফিল্ডের দুটি মোটরবাইকে নিজে থেকেই আগুন লেগে যায়। প্রথম ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের সোলাপুরে। যেখানে রাস্তার ধারে পার্কিং লটে রাখা একটি রয়্যাল এনফিল্ডের বুলেট ৩৫০ মডেলে প্রথমে নিজে থেকেই আগুন লাগে। তারপর তাতে বোমার মত বিস্ফোরণ ঘটে। এই ঘটনার সাথে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের ঘটনার বেশ মিল রয়েছে।

অন্য দিকে, দ্বিতীয় অঘটনটি উড়িষ্যার ভুবনেশ্বরে ঘটেছে। ইঞ্জিনে আগুন লেগেছে টের পেয়ে চালক রাস্তার পাশে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকটি রেখে নিরাপদ দূরত্বে সরে যান। তবে বাঁচোয়া যে প্রথমটির মত এতে আগুনের প্রভাব ততোটা বাড়তে পারেনি। আগুনের শিখা তেলের ট্যাঙ্ক অব্দি পৌঁছালেও এক্ষেত্রে কোনো বিস্ফোরণ ঘটেনি। স্থানীয়রা দমকল বাহিনীতে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে কয়েক মিনিটের চেষ্টায় তা নিভিয়ে ফেলে।

তবে স্বস্তির খবর, দু’টি ঘটনার কোনওটাতেই মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, ভারতের বেশিরভাগ রাজ্যে বর্তমানে তীব্র গরম চলছে। এই পরিস্থিতিতে বাইকে দীর্ঘ পথ যাত্রার পর সেটি সরাসরি রোদে রেখে দেওয়া একদমই উচিত নয়। ফলে ইঞ্জিনের তাপমাত্রা বেড়ে যেকোনো সময় আগুন লাগার প্রবণতা বাড়তে পারে। পারতপক্ষে সেটি ছাওয়াতে রাখাটাই যুক্তিযুক্ত। অন্যদিকে নির্দিষ্ট সময় অন্তর টু-হুইলারের সার্ভিসিং অবশ্যই করানো উচিত। এছাড়া বেশি দূরত্ব পাড়ি দিতে হলে কিছুদূর অন্তর ইঞ্জিনকে বিশ্রাম দেওয়া, এই গরমে যথাযথ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।