Honda Gold Wing: বিশ্বের অন্যতম সেরা লাক্সারি ট্যুরার BS6 ভার্সনে ভারতে ফিরছে

লম্বা-চওড়া চেহারা ও হাই-টেক ফিচারের এই বাইকে সওয়ারি হয়ে প্রিয় জায়গা ভ্রমণের স্বপ্ন অনেকেই দেখেন। কার কথা বলছি নিশ্চয় তা অনুমান করতে পেরেছেন। Honda Gold Wing-এর প্রসঙ্গই এখানে আনা হয়েছে৷ হঠাৎ কেন Gold Wing-এর কথা? কারণ Honda তার BigWing ডিলারশিপের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে Gold Wing লাক্সারি ট্যুরার বাইকের BS6 ভার্সনের টিজার ছবি আপলোড করেছে। নতুন অবতারে এটি ভারতে কবে লঞ্চ হচ্ছে, তা অবশ্য সেখানে উল্লেখ নেই। তবে সেটা শুধু সময়ের অপেক্ষা বলেই ধরে নেওয়া যায়।

Gold Wing বাইকটির 2021 ভার্সন ইতিমধ্যে আর্ন্তজাতিক বাজারে লঞ্চ হয়েছে। নতুন ভার্সন নিয়ে প্রত্যাশাও অনেক বেশি, কারণ Honda এতে একগুচ্ছ আপডেট এবং আপগ্রেড এনেছে। BS6 ভার্সনে Honda Gold Wing থেকে কী কী প্রত্যাশা আমরা রাখতে পারি, সেই নিয়ে এবার আমরা আলোচনা করবো।

Honda Gold Wing

নতুন ভার্সনে হন্ডা গোল্ড উইং বাইকে থাকবে বিএস-৬ আপডেটেড ১,৮৪৩ সিসি-র লিকুইড কুল্ড, ইনলাইন-৬ ইঞ্জিন, যা ৫,৫০০ আরপিএমে ১২৬.৪ পিএস পাওয়ার এবং ৪,৫০০ আরপিএমে ১৭০ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকে দু’ধরণের ট্রান্সমিশন উপলব্ধ – ৬ স্পিড ম্যানুয়াল এবং ৭ স্পিড ডিসিটি (ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশন)। ম্যানুয়াল ভার্সনটি স্ট্যান্ডার্ড হিসেবে স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচের সঙ্গে এসেছে।

হন্ডা গোল্ড উইং বহু প্রিমিয়াম ফিচারে সজ্জ্বিত৷ ফিচারের মধ্যে প্রথমেই ৭ ইঞ্চি ইনস্ট্রুমেন্ট কনসোলের কথা বলতে হয়। চার চাকা গাড়ির মতো এতে অ্যাপল কার পে (Apple Car Pay) এবং অ্যান্ড্রয়েড অটো (Android Auto) কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে। এছাড়াও, জাইরোকম্পাস নেভিগেশন, স্মার্ট কী, বৈদ্যুতিনভাবে সামঞ্জস্যযোগ্য উইন্ডস্ক্রিন, হিল স্টার্ট অ্যাসিস্ট, এলইডি লাইটিং, টুর, স্পোর্ট, রেন, ইকন — রাইডিং মোডস এই মোটরসাইকেলে রয়েছে।

হন্ডা গোল্ড উইং-এর অন্যতম বড় বৈশিষ্ট্য মিউজিক সিস্টেম, আবার এতে স্পিড সেন্সিং অটোমেটিক ভলিউম অ্যাডজাস্টমেন্ট প্রযুক্তি রয়েছে। তাগড়াই ফ্রন্ট ফেয়ারিং, টুইন পড হেডলাইট, ইন্টিগ্রেটেড টার্ন সিগন্যাল সহ রিভিউ মিরর, ২১.১ লিটার ক্যাপাসিটির ফুয়েল ট্যাঙ্ক, বড় লাগেজ স্টোরেজ সহ গোল্ড উইং অত্যন্ত ভারী দেখতে একটি বাইক।

ভারতে Honda Gold Wing-এর BS4 ভার্সনের সর্বশেষ দাম ছিল ২৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) আর্ন্তজাতিক বাজারে নতুন ভার্সনটি যেহেতু একগুচ্ছ আপডেট পেয়েছে, তাই Gold Wing-এর BS6 অবতারের দাম এখানে ৩০ লক্ষ টাকার কাছাকাছি হবে বলেই ধরে নেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন