Realme 9 Pro+ ফোনের টিজার প্রকাশ করল সংস্থা, পাঞ্চ হোল ডিসপ্লে সহ থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ

অবশেষে রিয়েলমি তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme 9 Pro+ – এর ওপর থেকে পর্দা সরাতে চলেছে। চীনা স্মার্টফোন সংস্থার তরফে এই ফোনের লঞ্চ সম্পর্কিত প্রোমোশনাল টিজার সামনে আনা হয়েছে। এই নতুন মডেলের পাশাপাশি Realme 9 এবং Realme 9 Pro ফোন দুটিও বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির তরফে Realme 9 Pro+ ফোনের বৈশিষ্ট্য নিয়ে কিছু বলা হয়নি, তবে ইতিমধ্যেই এই ডিভাইসটির প্রধান স্পেসিফিকেশনগুলির পাশাপাশি কয়েকটি রেন্ডারও প্রকাশ্যে এসেছে। যারপর বলা যায়, Realme 9 Pro+-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ অক্টা-কোর প্রসেসর সহ আসতে পারে।

Realme 9 Pro+ শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে

রিয়েলমি ইন্ডিয়া তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আসন্ন রিয়েলমি ৯ প্রো প্লাস মডেলের লঞ্চের বিষয়টি নিশ্চিত করে একটি টুইট করেছে। এই টুইটে একটি ফোনের ‘প্রো প্লাস’ ব্র্যান্ডিংটি তুলে ধরা হয়েছে। সংস্থার নিশ্চিতকরণের পাশাপাশি, পরিচিত টিপস্টার স্টিভ হ্যামারস্টফার (Steve Hemmerstoffer) ওরফে অনলিক্স (OnLeaks) এই ফোনের রেন্ডার ও স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এনেছেন।

realme_9_pro_plus

রেন্ডার অনুযায়ী, রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনে দেখা যাবে গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল এবং পাঞ্চ-হোল ডিসপ্লে। হ্যান্ডসেটটিতে এলইডি ফ্ল্যাশ সহ রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে। অরোরা গ্রীন, মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ ব্লু – এই তিনটি কালার অপশনে বাজারে পা রাখবে ফোনটি। রেন্ডারে অবশ্য শুধু মিডনাইট ব্ল্যাক কালার অপশনটি দেখা গেছে৷ এছাড়াও, টিপস্টার দাবি করেছেন যে, রিয়েলমি ৯ প্রো এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ফোন দুটিতে আকার এবং ওজনের সামান্য পার্থক্য থাকলেও, একই রকম ডিজাইন দেখতে পাওয়া যাবে।

রিয়েলমি ৯ প্রো প্লাস- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme 9 Pro+ Expected Specifications)

রিয়েলমি ৯ সিরিজের প্রো প্লাস মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৩ ইঞ্চির ফুল-এইচডি+ সুপার AMOLED ডিসপ্লে থাকবে।

পারফরম্যান্সের জন্য আসন্ন রিয়েলমি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেট ব্যবহার করা হবে এবং স্মার্টফোনটি সর্বাধিক ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ বাজারে পা রাখতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme 9 Pro+ ফোনে দেওয়া হতে পারে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যেতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে উপস্থিত থাকবে ৫০ মেগাপিক্সেলের সনি প্রাইমারি সেন্সর সহ ৮ মেগাপিক্সেলের এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফি ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটির সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে Realme 9 Pro+ স্মার্টফোনটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এবং ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) থেকে সার্টিফিকেশন লাভ করেছে। একটি সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ফোনটি ফেব্রুয়ারিতে Realme 9 Pro ফোনের পাশাপাশি আত্মপ্রকাশ করতে পারে।