Poco M6 Pro 5G শনিবার দেশে পা রাখছে, অল্প দামে তুখোড় ফিচার্স দিয়ে বাজার মাতাবে

শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব ব্র্যান্ড পোকো (Poco) তাদের নতুন M-সিরিজ স্মার্টফোনটি লঞ্চ করার বিষয়ে নিশ্চিত করেছে। কোম্পানি ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন হিসেবে Poco M6 Pro 5G আনতে চলেছে। ব্র্যান্ডটি কিছুদিন ধরেই একটি নয়া আসন্ন বাজেট ফাইভ-জি হ্যান্ডসেটের টিজার শেয়ার করছিল। এবার সেটির লঞ্চের তারিখ প্রকাশ করেছে তারা। Poco M6 Pro 5G ইন্ডিয়া লঞ্চ ইভেন্ট চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হবে। এটি ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে ভারতে কেনার জন্য উপলব্ধ হবে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, M6 Pro 5G-কে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে, যা হার্ডওয়্যার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এনেছে। Poco M6 Pro 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে যা বিবরণ সামনে এসেছে, আসুন সেগুলি দেখে নেওয়া যাক।

Poco M6 Pro 5G ভারতে লঞ্চ হবে 5 আগস্ট

পোকো এম৬ প্রো ৫জি-এর দাম ভারতে ১৫,০০০ টাকার নীচে থাকতে পারে। এটি আগামী ৫ আগস্ট, শনিবার লঞ্চ হবে বলে ঘোষণা হয়েছে। লঞ্চের আগে, কোম্পানি এই এম-সিরিজের ফোনের রিয়ার প্যানেলের ডিজাইন প্রকাশ করেছে। হ্যান্ডসেটটিতে কার্ভড কর্ণার সহ ফ্ল্যাট ফ্রেম ডিজাইন দেখা যাবে। অফিসিয়াল ইমেজে, এম৬ প্রো ৫জি-এর গ্রীন ভ্যারিয়েন্টটিকে দেখা গেছে। রিয়ার প্যানেলের ওপরের অংশে একটি কালো রঙের আইল্যান্ডের মধ্যে ক্যামেরা সেন্সর এবং এলইডি ফ্ল্যাশটি অবস্থিত।

এছাড়াও ছবিটি প্রকাশ করেছে যে, ফোনের পাওয়ার এবং ভলিউম বাটনটি ডান প্রান্তে এবং সিম ট্রে-টি বাম দিকে উপস্থিত রয়েছে। পোকো-এর এই আসন্ন বাজেট ৫জি ফোনে ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে। তবে ক্যামেরায় কেমন কী সেন্সর থাকবে, তা অবশ্য প্রকাশ হয়নি।

ভারতে লঞ্চের আগে, পোকো এম৬ প্রো ৫জি-কে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটেও দেখা গেছে। যা প্রকাশ করেছে যে, ফোনটি 23076PC4BI মডেল নম্বর বহন করে এবং এটি ২.২ গিগাহার্টজ পিক ক্লক স্পিডের কোয়ালকম প্রসেসর দ্বারা চালিত। এই চিপসেটের সাথে অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ যুক্ত থাকবে। এই তথ্যগুলি নির্দেশ করে যে, ফোনটিতে সম্ভবত Snapdragon 4 Gen 2 প্রসেসর ব্যবহার করা হবে, যা নতুন রেডমি ১২ ৫জি ফোনটিতেও রয়েছে।

এছাড়াও, Poco M6 Pro 5G-এর গিকবেঞ্চ লিস্টিং নিশ্চিত করেছে যে, এটি ৬ জিবি র‍্যামের সাথে লঞ্চ হবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপর এমআইইউআই ১৪ (MIUI 14)-এর একটি স্তর থাকবে বলে আশা করা যায়। পারফরম্যান্সের ক্ষেত্রে, M6 Pro গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে ৯২২ পয়েন্ট এবং ২,১১০ পয়েন্ট অর্জন করেছে।

ফাঁস হওয়া তথ্যগুলি দেখে অনুমান করা হচ্ছে, Poco M6 Pro 5G ফোনটি Redmi 12 5G-এর রিব্যাজড সংস্করণ হিসাবে লঞ্চ হবে। সেই ক্ষেত্রে, ডিভাইসটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৯ ইঞ্চির ফুলএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে। ফ্রন্ট ক্যামেরার জন্য স্ক্রিনটির ওপরের কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। M6 Pro 5G-তে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ মিলবে।

ফটোগ্রাফির জন্য, Poco M6 Pro 5G-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই পোকোটিতে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, M6 Pro 5G-তে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ডুয়েল সিম এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকবে।