Windows 11: অক্টোবরে আসলেও উইন্ডোজ ১১ -এর এই বিশেষ ফিচার ব্যবহার করতে পারবেন না আপনি

আগামী ৫ই অক্টোবর থেকে উইন্ডোজপ্রেমীরা তাদের ডিভাইসে নতুন Windows 11 OS এর স্টেবেল ভার্সন ইনস্টল করতে পারবেন। গতকাল আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে মাইক্রোসফট (Microsoft) স্বয়ং একথা জানিয়ে দিয়েছে। Windows 10 ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে এই আপডেটে লাভ করতে সমর্থ হবেন বলেও সংস্থা নিশ্চিত করেছে। যদিও নয়া আপডেটের সমস্ত ফিচার ব্যবহার ও তার ফায়দা ওঠানোর জন্য উৎসাহীদের আরো কিছুটা অপেক্ষা করতে হবে বলে শোনা যাচ্ছে।

Windows 11 প্রথমে অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট ছাড়া আসবে

আজ্ঞে হ্যাঁ, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম একাধিক নতুন ও আকর্ষনীয় বৈশিষ্ট্য সহ সামনে আসবে। কিন্তু এখনই এর সমস্ত বিশেষত্ব ব্যবহারে কিছু বাধা রয়েছে। এই তালিকায় সবথেকে উপরে রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্টের সুবিধা, যা উইন্ডোজ ১১ আপডেটের প্রতি মানুষের আগ্রহ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। যদিও সংস্থার বক্তব্য অনুযায়ী উক্ত ফিচার ব্যবহারের জন্য সর্বস্তরের জনতাকে সামান্য অপেক্ষা করতে হবে। আপাতত উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের (Windows Insider Program) অন্তর্ভুক্তরাই ফিচারটির সুবিধা উপভোগ করতে পারবেন।

উইন্ডোজের মার্কেটিং বিভাগের অন্যতম কর্তা অ্যারোন উডম্যান একটি বক্তব্যে জানিয়েছেন যে, সমস্ত স্তরের উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্টের সুবিধা রোল-আউটের পূর্বে তারা পরীক্ষামূলকভাবে আরো কিছুদিন ফিচারটিকে ইনসাইডার প্রোগামে অন্তর্ভুক্তদের জন্য সীমাবদ্ধ করে রাখতে চলেছেন। উল্লেখ্য, অ্যামাজন (Amazon) এবং ইন্টেলের (Intel) সাথে যৌথভাবে মাইক্রোসফট তাদের আসন্ন আপডেটে আলোচ্য ফিচারটি সংযোজন করেছে। অর্থাৎ অ্যামাজন অ্যাপ স্টোরের (Amazon App Store) মাধ্যমে আগ্রহীরা তাদের উইন্ডোজ ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন।

সামান্য হার্ডওয়ার চাহিদা পূরণ করার বিনিময়ে আগামী ৫ই অক্টোবর থেকে উপযুক্ত ডিভাইসগুলি Windows 11 আপডেট লাভ করবে। এক্ষেত্রে মাইক্রোসফট প্রথমবারের জন্য উইন্ডোজ ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টলের সুযোগ দিতে চলেছে। বহুকাঙ্ক্ষিত ফিচারটিকে নিয়ে স্বভাবতই প্রযুক্তি মহলের মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা গেছে। যদিও তার মানে এই নয় যে এর ফলে ব্যবহারকারীরা যেকোনো পছন্দের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তাদের ডিভাইসে ব্যবহার করতে পারবেন।

একদম ঠিক পড়ছেন, বিভিন্ন ক্যাটেগরি বা শ্রেণীর অন্তর্গত গুগলের (Google) অ্যান্ড্রয়েড অ্যাপের সংখ্যা অগণিত। উইন্ডোজ ১১ আপডেট ডাউনলোড করলেই যে উক্ত সবক’টি অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে সেকথা ভাবার কোনো কারণ নেই। এক্ষেত্রে ঠিক কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহারে আমাদের অসুবিধা হবে না অর্থাৎ কোন অ্যাপ্লিকেশনগুলি আমরা কোনো বাধা ছাড়াই ডাউনলোড এবং ইনস্টল করতে পারবো, সেটা মাইক্রোসফট এখনও স্পষ্ট করে জানায়নি। ফলে অনেকেই মনে করছেন ভবিষ্যতে নিজেদের উইন্ডোজ ডিভাইসে বহু জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করতে আগ্রহীরা ব্যর্থ হবেন। কারণ Windows 11 OS ব্যবহারকারীদের সেগুলি ডাউনলোডের ছাড়পত্র দেবে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন