Earth Day 2023: পৃথিবী দিবস উপলক্ষে বিশেষ ডুডল, পরিচিত ভঙ্গিতে মানুষকে সচেতন করল Google

আজ বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ Doodle কার্টুন বানিয়েছে Google, আছে পরিবেশ রক্ষার জরুরি বার্তা।

Earth Day 2023: আজকের দিনে একদিকে যেমন হিন্দুদের পবিত্র অক্ষয় তৃতীয়া, তেমনই মুসলিম ধর্মাবলম্বীদের খুশির ঈদ! স্বাভাবিকভাবেই গোটা ভারত ছুটি এবং উৎসবের মেজাজে রয়েছে। তবে আজ ২২শে এপ্রিল তারিখটির তাৎপর্য কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ আজকের দিনটি দেশ-ধর্মের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের – কারণ আজ পৃথিবী দিবস বা আর্থ ডে। আসলে জীবনযাত্রা বদলের কারণে দিন-কে-দিন বেড়ে চলেছে পরিবেশ দূষণ, পরিবর্তন আসছে আবহাওয়াতেও। এখন সূর্যের প্রবল তাপপ্রবাহে মানুষের শান্তি-স্বস্তি নেই বললেই চলে; এদিকে চারপাশে গাছের দেখা মেলা ভার। এই পরিস্থিতিরই মোকাবিলায় সমস্ত বিশ্ববাসীকে সচেতন হতে বলে পৃথিবী দিবস। এদিকে, অন্যান্য বিশেষদিনের মত আজকের পৃথিবী দিবস উপলক্ষেও ইন্টারনেট জায়ান্ট Google, তার সার্চ ইঞ্জিনের জন্য একটি ডুডল (Doodle) তৈরি করেছে, যা ইউজারকে প্রতিবার প্ল্যাটফর্মটি ভিজিট করার সময় গুরুত্বপূর্ণ দিনটির তাৎপর্য মনে করিয়ে দেবে।

কী আছে আজকের Google Doodle-এ?

আজকের বিশেষ ডুডল কার্টুনের মাধ্যমে, গুগল, ইউজারদের পরিবেশ সুরক্ষা এবং পৃথিবী দিবস সম্পর্কে সচেতন তথা উৎসাহিত করেছে। এক্ষেত্রে গুগল সার্চবারের ‘G’ লোগোটির পাশে একটি গাছ প্রদর্শিত হচ্ছে যাতে ক্লিক করলে বা গুগল অ্যাপটি খুললে সমগ্র ডুডলটি প্রদর্শিত হবে – এখানে দেখা যাবে গাছ লাগানো, গাছ পরিচর্যা, সৌর শক্তির ব্যবহার, ব্যবহৃত আবর্জনা পরিষ্কারের দৃশ্য।

আদতে কীভাবে আমরা সবাই মিলে বিভিন্ন উপায়ে বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করে এই সুন্দর গ্রহটিকে বাঁচাতে পারি তারই ইঙ্গিত দেয় এই ডুডল। আমরা যেভাবে ভ্রমণ করি, যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করি, যে খাবার খাই এবং যেসব জিনিসগুলি কিনি তা যে বিশ্বের খারাপ জলবায়ু সৃষ্টির কারণ তা এটি আরও একবার মনে করিয়ে দেয়। উল্লেখ্য, এতে ক্লিক করলে আপনি পৃথিবীর বর্তমান অবস্থা, আবহাওয়া ইত্যাদি জরুরি বিষয়গুলি এক নজরে দেখেও নিতে পারবেন।

Google-এর টিপস্

গুগলের ব্লগ অনুযায়ী, ড্রায়ার ব্যবহার করার পরিবর্তে এয়ার ড্রাই বেছে নেওয়া, প্ল্যান্ট-বেসড্ ডায়েট বেছে নেওয়া, ইচ্ছেমত গাড়ি চালানোর পরিবর্তে হাঁটা বা কম দূষণকারী যানবাহন চালানোর মতো ছোট ছোট পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের বিষয়গুলি মাথায় রেখে আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি; এতে করে পরবর্তী প্রজন্ম পাবে প্রাণখোলা বাতাস। বলে রাখি, এবারের পৃথিবী দিবস অর্থাৎ আর্থ ডে ২০২৩-এর থিম হল ‘ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট’ (Invest In Our Planet) বা আমাদের গ্রহে বিনিয়োগ করুন৷