ভারত ও বাংলাদেশে Samsung Galaxy F55 5G-এর সাপোর্ট পেজ লাইভ হল, শীঘ্রই লঞ্চ

স্যামসাং তাদের একটি নতুন Galaxy F-সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। এটি খুব শীঘ্রই Samsung Galaxy F55 নামে বাজারে পা রাখতে চলেছে। আর এখন ভারত এবং বাংলাদেশে ফোনটির সাপোর্ট পেজ লাইভ হয়েছে, যা দুই দেশে হ্যান্ডসেটটির লঞ্চের ইঙ্গিত দেয়। কি কি তথ্য উঠে এল স্যামসাং দ্বারা প্রকাশিত আসন্ন স্মার্টফোনটির সাপোর্ট পেজ থেকে, আসুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F55 সাপোর্ট পেজ ভারত ও বাংলাদেশে লাইভ হল

স্যামসাং গ্যালাক্সি এফ55 ফোনটিকে ভারত এবং বাংলাদেশে অফিসিয়াল সাপোর্ট পেজে দেখা গেছে। ডিভাইসটি SM-E556B/DS মডেল নম্বর বহন করে। যদিও সাপোর্ট পেজে স্পেসিফিকেশন এবং ফিচারের মতো কোনও বাড়তি তথ্য প্রকাশ করা হয়নি, তবে ওয়েবসাইটের লিস্টিংটি ইঙ্গিত দেয় যে, স্যামসাং গ্যালাক্সি এফ55 5জি খুব শীঘ্রই এদেশে ও বাংলাদেশের বাজারে পা রাখতে চলেছে। গত জানুয়ারি মাসে এটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল এবং ওয়াই-ফাই সার্টিফিকেশনও পেয়েছে।

জানিয়ে রাখি, এই নয়া ফোনটি হল স্যামসাং গ্যালাক্সি এফ54 মডেলের উত্তরসূরি, যা গত বছর জুন মাসে লঞ্চ হয়েছিল। তাই, গ্যালাক্সি এফ55 আগামী জুন মাস নাগাদ আত্মপ্রকাশ করতে পারে বলে আশা করা হচ্ছে। পূর্বসূরি এফ54-এ কোম্পানির ইন-হাউস এক্সিনস 1380 প্রসেসর ব্যবহার করা হয়েছে, কিন্তু এফ55-এ সম্ভবত এক্সিনস 1480 প্রসেসরের মতো নতুন চিপসেট যুক্ত থাকবে। স্যামসাং গ্যালাক্সি এফ54-এ লম্বা 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড (Super AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, গরিলা গ্লাস 5-এর সুরক্ষা এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy F54-এ 25 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি বর্তমান। ডিভাইসটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করে। ফোনটির পিছনে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। নতুন Samsung Galaxy F55-এর ক্যামেরা সিস্টেম এবং ডিসপ্লেতে কোনও বড় পরিবর্তন দেখা যাবে না বলেই মনে হচ্ছে, তবে কিছু অভ্যন্তরীণ স্পেসিফিকেশন আপগ্রেড করা হতে পারে।