সবচেয়ে সস্তা 16 জিবি র‌্যামের ফোন Tecno Spark 10 Pro ভারতে লঞ্চ হল, রয়েছে 32MP সেলফি ক্যামেরা

Tecno Spark 10 Pro ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা

Tecno Spark 10 Pro আজ ভারতে লঞ্চ হল। এটি Spark 9 Pro এর উত্তরসূরী হিসেবে এসেছে। আর এর দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কম। এই ফোনে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। Tecno Spark 10 Pro ভারতে Realme C55, Moto G32 এর মতো ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Tecno Spark 10 Pro এর ভারতে দাম

ভারতে টেকনো স্পার্ক ১০ প্রো ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা। এটি লুনার একলিপ্স, পার্ল হোয়াইট ও স্টেরি ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। আগামী ২৪ মার্চ থেকে এর সেল শুরু হবে।

Tecno Spark 10 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো স্পার্ক ১০ প্রো ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪৬০x১০৮০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যা ২০.৫:৯ এসপেক্ট রেশিও, এবং DCI-P3 কালার গ্যামেট প্রযুক্তি সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে কোয়াড LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি AI লেন্স।

পারফরম্যান্সের জন্য Tecno Spark 10 Pro ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর।ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এর সাথে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে। আর মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ১২.৬ (HiOS 12.6) কাস্টম স্কিন চালিত।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, NFC, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক। Tecno Spark 10 Pro গ্লাস ব্যাক প্যানেল ডিজাইনের সাথে এসেছে এবং এর পরিমাপ ১৬৮.৪১x৭৬.২১x৮.৪৬ মিমি।