Lenovo Yoga Pad Pro ও Pad Pro 2021 স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের প্রথম ট্যাবলেট হিসাবে লঞ্চ হল

বাজারে জনপ্রিয়তার কথা মাথায় রেখে Lenovo সম্প্রতি একগুচ্ছ নয়া ট্যাবলেট মডেলের ওপর থেকে পর্দা সরালো। যার মধ্যে উল্লেখযোগ্য Yoga Pad Pro এবং Pad Pro 2021 মডেল দুটি। স্টাইলিশ ডিজাইনের এই ট্যাবলেট দুটি, অ্যান্ড্রয়েড ভিত্তিক ZUI 12.5 ওএস এবং স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে এসেছে। জানিয়ে রাখি, কোয়ালকমের এই নতুন প্রসেসর সহ এর আগে কোনো ট্যাবলেট লঞ্চ হয়নি। এছাড়া, লেনোভো যোগা প্যাড প্রো ও প্যাড প্রো ২০২১, ট্যাবলেট দুটিতে ফেস রিকগনিশন, সেলফি ক্যামেরা, ডলবি ভিশন সহ অত্যাধুনিক ফিচার বর্তমান। আর এগুলির দামও থাকছে বাজেটের মধ্যেই।

Lenovo Yoga Pad Pro এবং Lenovo Pad Pro 2021 দাম:

নবাগত লেনোভো যোগা প্যাড প্রো মডেলটির দাম রাখা হয়েছে, ৩,৩০০ ইউয়ান বা প্রায় ৩৭,৫০০ টাকা। আবার লেনোভো প্যাড প্রো ২০২১ মডেলটি কিনতে ২,৫০০ ইউয়ান বা প্রায় ২৮,৪০০ টাকা ব্যয় করতে হবে। ট্যাবলেট দুটি আপাতত চীনে উপলব্ধ হলেও, আশা করা যায় শীঘ্রই এগুলি ভারত সহ অন্যান্য মার্কেটে পাওয়া যাবে।

Lenovo Yoga Pad Pro স্পেসিফিকেশন:

লেনোভো যোগা প্যাড প্রো ডিভাইসটি, ২,১৬০x১,৩৫০ পিক্সেল রেজুলেশন যুক্ত ১৩ ইঞ্চির LTPS LCD ডিসপ্লে প্যানেল সহ এসেছে। এই ডিসপ্লের ফিচারের মধ্যে থাকছে, ১৬:১০ আসপেক্ট রেশিও, ১০০% sRGB কভারেজ, সর্বাধিক ৪০০ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস, HDR10 এবং ডলবি ভিশন সাপোর্ট। এই ট্যাবলেটটি স্ন্যাপড্রাগন ৮৭০ এসওসি দ্বারা চালিত। আবার এটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ZUI 12.5 অপারেটিং সিস্টেম। ট্যাবলেটটি ৮জিবি LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি UFS 3.0 ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।

এই ট্যাবলেটটির পিছন দিকে একটি স্ট্যান্ড দেওয়া হয়েছে। এর সাহায্যে ইউজাররা প্রয়োজন অনুসারে ট্যাবলেটের অবস্থান পরিবর্তন করতে পারবেন। এই ডিভাইসটিতে কোনো ব্যাক ক্যামেরা না থাকলেও, এর সামনে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে। আবার এই ফ্রন্ট ক্যামেরার সাথে রয়েছে একটি 3D ToF সেন্সর, যা ফেস রিকগনিশনের জন্য ব্যবহার করা যেতে পারে।

Lenovo Yoga Pad Pro ট্যাবলেটটিতে একটি ১০,২০০ এমএএইচ ব্যাটারি আছে। যা ১২ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক অফার করবে, বলে লেনোভোর দাবি। ডিভাইসে কানেক্টিভিটি অপশন হিসাবে পাওয়া যাবে, ইউএসবি-সি ৩.১ পোর্ট, মাইক্রো-এইচডিএমআই, ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৫.২ সাপোর্ট। আবার এই মাইক্রো-এইচডিএমআই পোর্টের মাধ্যমে ট্যাবলেটটিকে ল্যাপটপের সাথে কনেক্ট করে, সেটিকে এক্সটার্নাল ডিসপ্লে হিসাবেও ব্যবহার করা যাবে।

Lenovo Pad Pro 2021 স্পেসিফিকেশন:

লেনোভো প্যাড প্রো ২০২১ মডেলটিতে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১ এমএস রেসপন্স টাইম, ১০০% DCI-P3 কালার স্পেস, ৬০০ নিট স্ক্রিন ব্রাইটনেস, ডিসি ডিমিং, ডলবি ভিশন এবং HDR10+ সাপোর্ট সহ ১১.৫ ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল রয়েছে। এর রেজুলেশন, ২,৫৬০x১,৬০০ পিক্সেল। পূর্ববর্তী ট্যাবলেটের ন্যায় এতেও স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার ডিভাইসটি পাওয়া যাবে, ৬ জিবি LPDDR5 র‌্যাম এবং ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ সহ। তবে ইউজাররা চাইলে মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতেও পারবেন।

লেনোভোর এই ট্যাবলেটটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যাতে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউসহ ৫ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর রয়েছে। এছাড়া, ডিভাইসের সামনের দিকে ToF ফেস রিকগনিশন ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। অতিরিক্ত ফিচারের মধ্যে, ৬ ওয়াটের JBL কোয়াড স্পিকার সিস্টেম, ডলবি অ্যাটমস সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট রিডার এতে পাওয়া যাবে। এমনকি, একটি অপশনাল স্টাইলাস -ও রয়েছে এই ট্যাবলেটের সাথে।

তদুপরি,ট্যাবলেটটিতে ৮,৬০০ এমএএইচ ক্যাপাসিটির একটি ব্যাটারি আছে, যা ১৫ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক বা ৮ ঘন্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং অফার করবে, বলে জানিয়েছে লেনোভো। এটি কুইক চার্জ ৩.০ সাপোর্টের সাথে এসেছে, যা ২০ ওয়াট পর্যন্ত পাওয়ার সরবরাহ করবে। কানেক্টিভিটির জন্য এতে থাকবে, ওয়াই-ফাই ৬ (MIMO 2×2), ব্লুটুথ ৫.১ এবং ইউএসবি-সি ৩.১ পোর্ট। পরিশেষে জানিয়ে রাখি, এটি ৫.৮ মিমি পুরু এবং ওজনে মাত্র ৪৮৫ গ্রাম হওয়ায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন