ভারতে এল Blaupunkt -র সবচেয়ে সস্তা ওয়্যারলেস ইয়ারবাডস BTW Air

জার্মান সংস্থা Blaupunkt, BTW Air নামে নতুন একটি ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস ভারতের বাজারে আনলো। এর্গোনমিক ডিজাইনের এই ইয়ারবাডস কানে লাগানোও যেমন স্বাচ্ছন্দের, তেমনি এটি আরামদায়ক অনুভূতি প্রদান করার সাথে ব্যবহারকারীকে হাই ডেফিনেশান সাউন্ড শ্রবণ করার অভিজ্ঞতাও দেবে। উল্লেখ্য, Blaupunkt BTW Air কোম্পানীর সবচেয়ে সস্তা TWS ইয়ারবাডস হিসেবে লঞ্চ হয়েছে। এই ইয়ারবাডসে আপনি পাবেন ১৫ ঘণ্টা প্লেব্যাক টাইম, আইপিএক্স৪ রেটিং, টাচ কন্ট্রোলার। আসুন Blaupunkt BTW Air এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Blaupunkt BTW Air দাম এবং লভ্যতা

এই ইয়ারবাডস ভারতে ৩,৯৯০ টাকায় লঞ্চ হয়েছে। যদিও Flipkart থেকে ১,০০০ টাকা কমে এটি ২,৯৯০ টাকায় কেনা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সংস্থার অফিসিয়াল অনলাইন স্টোরেও বিক্রির জন্য অর্ন্তভুক্ত হবে। এটি ফ্লিপকার্টে শুধুমাত্র ব্ল্যাক কালারে উপলব্ধ।

Blaupunkt BTW Air স্পেসিফিকেশন ও ফিচার

Blaupunkt BTW Air TWS ইয়ারবাডে রয়েছে ৬ মিমি ড্রাইভার, যা এই দামের ইয়ারবাডসে কম ব্যবহার করা হয়। এটি আপনাকে হাই ব্যাস সহ স্পষ্ট সাউন্ড দেবে। এটি টাচ সেন্সিটিভ কন্ট্রোলের সাথে এসেছে যা ব্যবহারকারীকে ভলিউম নিয়ন্ত্ৰণ, মিউজিকের ট্র্যাক চেঞ্জ এবং কল রিসিভ করার সক্ষমতা দেয়।

এই ইয়ারবাডসটি IPX5 রেটিং যুক্ত হওয়ায় এটি জল ও ঘাম প্রতিরোধী। কানেক্টিভিটি অপশান হিসেবে এতে ব্লুটুথ ভার্সন ৫.০ রয়েছে এবং সেইসঙ্গে এটি সিরি ও গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। একবার চার্জ দিলে এটি ৪ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। আবার ইয়ারবাডসের ৫০০ এমএএইচ চার্জিং কেসের দৌলতে পাওয়া যাবে আরো ১৫ ঘন্টার অতিরিক্ত প্লেব্যাক টাইম।

ভারতে BTW Air লঞ্চ করার বিষয়ে কথা বলতে গিয়ে Blaupunkt অডিও ইন্ডিয়ার সিইও সুখেশ মাদান জানিয়েছেন, “Blaupunkt সর্বদাই ভারতীয় বাজারের স্টান্ডার্ডের সাথে তার গ্রাহকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করে চলেছে। অডিও সেগমেন্টে ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন এবং হেডফোনগুলির জন্য এখন অপরিসীম প্রতিযোগিতা চলছে। এখন Blaupunkt ভারতীয় বাজারে তাঁর কুড়ি বছরের বেশী অভিজ্ঞতা, স্টেলার পারফরমেন্স এবং ইনোভেশানের মাধ্যমে অডিও অভিজ্ঞতার মান বাড়াতে প্রস্তুত।”