Samsung Galaxy M44 5G: স্যামসাং-ই প্রথম, মিড-রেঞ্জ ফোনেও এবার প্রিমিয়াম প্রসেসর!

স্যামসাং (Samsung) একটি নতুন M-সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে। যা Galaxy M34 5G-এর আপগ্রেড ভার্সন হিসেবে বাজারে আসবে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির নামকরণের রীতি অনুযায়ী, আসন্ন ফোনটির নাম Samsung Galaxy M44 5G হবে বলে ধরে নেওয়া যায়। স্যামসাং মুখ না খুললেও ডিভাইসটিকে এখন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে উপস্থিত হয়ে বেশ কিছু বৈশিষ্ট্য সামনে এনেছে।

Samsung Galaxy M44 5G হাজির Geekbench ডেটাবেসে

SM-M446K মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এম৪৪ ৫জি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। মনে করা হচ্ছে যে, এটি ফোনের কোরিয়ান সংস্করণ। বেঞ্চমার্ক তালিকাটি প্রকাশ করেছে যে, ডিভাইসটিতে ‘লাহাইনা’ (lahaina) কোডনেম যুক্ত একটি মাদারবোর্ড রয়েছে, যা ১.৮০ গিগাহার্টজে চালিত চারটি কোর এবং ২.৪২ গিগাহার্টজে রান করা তিনটি কোর এবং ২.৮৪ গিগাহার্টজ সর্বোচ্চ ক্লক স্পিডের একটি প্রাইম কোর দ্বারা গঠিত। আশ্চর্যের বিষয় এই কনফিগারেশনটি ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে মিলে যায়।

বেঞ্চমার্কিং ডেটাবেস থেকে আরও জানা গেছে যে, গ্যালাক্সি এম৪৪ ৫জি-তে ৬ জিবি র‍্যাম মিলবে। তবে, লঞ্চের সময় এর আরও র‍্যাম অপশন বাজারে আসতে পারে। এছাড়া, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে বলেও লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এম৪৪ ৫জি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ১,৫৩১ এবং ৩,৭৭১ পয়েন্ট স্কোর করেছে। এগুলি ছাড়া, গিকবেঞ্চ তালিকায় এই নতুন গ্যালাক্সি এম-সিরিজের ফোনটির সম্পর্কে কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।

জানিয়ে রাখি, স্যামসাং চলতি মাসের শুরুতে ভারতে Galaxy M34 5G ফোনটি লঞ্চ করেছে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড (S-AMOLED) ডিসপ্লে এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে৷ ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সহ স্যামসাংয়ের ইন-হাউস Exynos 1280 প্রসেসর দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy M34 5G-তে রয়েছে বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।