মাত্র ৩৫ হাজারে ফ্ল্যাগশিপ ফোন, OnePlus 11 লঞ্চের আগে ব্যাপক ছাড়ে মিলছে OnePlus 10 Pro 5G মডেল

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম এমনিতে বেশ বেশি, তবে এখন OnePlus-এর ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে মিলছে ৩১,০০০ টাকা ডিসকাউন্ট!

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! তারপরেই আজ মানে ৭ই ফেব্রুয়ারি, OnePlus কোম্পানির বিশেষ ইভেন্ট (OnePlus Cloud 11 Event)-এ লঞ্চ হবে কোম্পানির লেটেস্ট স্মার্টফোন OnePlus 11। ফোনটির সম্ভাব্য মূল ফিচার ইতিমধ্যেই নেটদুনিয়ায় ফাঁস হয়েছে; এছাড়া অনুমান করা হচ্ছে যে এই মডেলটি ৪৫,০০০ টাকার রেঞ্জে বাজারে আসবে। সেক্ষেত্রে আপনারা যদি এই মুহূর্তে একটি ফ্ল্যাগশিপ ফোন কেনার পরিকল্পনা করে থাকেন এবং ব্র্যান্ড হিসেবে আপনার পছন্দের তালিকায় OnePlus থাকলেও একেবারে নতুন OnePlus 11 না কিনলেও আপনার কোনো সমস্যা না হয়, তাহলে আমাদের আজকের বলা অফারটি আপনার বিশাল কাজে আসতে পারে। কারণ এখন OnePlus 10 Pro 5G-তে ডিসকাউন্ট হিসেবে মিলছে প্রায় ৩১,০০০ টাকা ছাড়, যা দিয়ে চাইলে আরও একটি ভালো ফোন (মিড রেঞ্জার) কেনা যেতে পারে। চলুন এই বিষয়ে বিশদে জেনে নিই।

OnePlus 10 Pro 5G ফোনে মিলছে ব্যাপক ছাড়, অফার মিস করবেননা!

আজ লঞ্চ হওয়ার সাথে সাথেই যে নতুন ওয়ানপ্লাস ১১ মডেল হাতে পাওয়া যাবে, এমনটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা। এদিকে এই ফোনটির লঞ্চ (পড়ুন আগমন) উপলক্ষে ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি ফোনের দাম ৬,০০০ টাকা কমেছে। তাই সবদিক বিচার বিবেচনা করে আপনারা এখন ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি কিনতেই পারেন। এই ফ্ল্যাগশিপ ফোনটির ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৬৬,৯৯৯ টাকা, তবে অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-র অফারে এটি এই মুহূর্তে ৬০,৯৯৯ টাকায় কেনা যাবে। শুধু তাই নয়, আপনি যদি এই ফোন কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জ করেন, তাহলে আপনি ২৫,০০০ টাকা পর্যন্ত ভ্যালু পেতে পারেন। অর্থাৎ সমস্ত অফার কাজে লাগানো গেলে ওয়ানপ্লাস ১০ প্রো ৫জির জন্য ব্যয় করতে হবে ৩৫,৯৯৯ টাকা। নিঃসন্দেহে এটি ফোন কেনার একটি দারুণ সুযোগ!

এক্ষেত্রে যদি কেউ একসাথে এই পরিমাণ টাকাও ব্যয় করতে না চান, তাহলেও চিন্তার কিছু নেই! কারণ ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি ফোন কেনার ক্ষেত্রে অ্যামাজন ইএমআই স্কিমও অফার করছে – চাইলে প্রতি মাসে ২,৯১৪ টাকার বিনিময়ে এটি কেনা যাবে। মিলবে নো কস্ট ইএমআইয়ের বিকল্পও।

OnePlus 10 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি ফোনে আছে ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস (৩,২১৬×১,৪৪০ পিক্সেল) এলটিপিও ২.০ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে যাতে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন, ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, ৯২.৭% স্ক্রিন-টু-বডি রেশিও ও ১০ বিট কালার ডেপ্থ ফিচার উপলব্ধ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। অন্যদিকে পাওয়ারের জন্য এতে ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) এবং ৫০ ওয়াট এয়ারভোক (AirVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রেও এই ওয়ানপ্লাস ফোন বেশ কাজের। কারণ এতে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা (Sony IMX789 সেন্সর), ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড (Samsung ISOCELL J1 সেন্সর) লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর সম্বলিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ; যেখানে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট (Sony IMX615 সেন্সর) ক্যামেরা পাওয়া যাবে। তদুপরি, সিকিউরিটির জন্য এটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও উপস্থিত। সাথে থাকবে