রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Realme 11 Pro+ 5G নাকি Redmi Note 12 Pro+ 5G আপনার জন্য সেরা হবে

Realme 11 Pro+ 5G গত জানুয়ারি মাসে এদেশে আগত Xiaomi Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে

গতকাল ভারতে লঞ্চ হয়েছে Realme 11 Pro স্মার্টফোন সিরিজ। নবাগত এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল আত্মপ্রকাশ করেছে, যথা – Realme 11 Pro 5G এবং 11 Pro+ 5G। যার মধ্যে টপ-এন্ড মডেলটি হল সংস্থার প্রথম স্মার্টফোন, যাতে নতুন ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HM3 রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়া ডিভাইসটি যথেষ্ট স্টাইলিশ ডিজাইন এবং প্রিমিয়াম ফিচারও অফার করে। আর দামের নিরিখে, এটি মিড-রেঞ্জের অধীনে এসেছে। দেখতে গেলে দাম ও ফিচারের বিচারে এটি, গত জানুয়ারি মাসে এদেশে আগত Xiaomi Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফলে আপনারা যারা একটি ‘ক্যামেরা ফোকাসড’ স্মার্টফোন কিনতে ইচ্ছুক, তাদের জন্য উল্লেখিত বিকল্প দুটি আদর্শ। তবে কোন মডেলটি বেছে নেওয়া উচিত হবে’ – এই সিদ্ধান্ত নেওয়া কঠিন। তাই আপনাদের সুবিধার্থে আজ আমরা নয়া Realme 11 Pro+ 5G এবং বিদ্যমান Redmi Note 12 Pro+ 5G ফোন দুটির মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করতে চলেছি।

Realme 11 Pro+ 5G vs Redmi Note 12 Pro+ 5G : ডিজাইন, কালার অপশন

রিয়েলমি ও শাওমি ব্র্যান্ডের স্মার্টফোন দুটির মধ্যে ডিজাইনগত তুলনা করলে অবশ্যই বলতে হবে যে, সদ্য লঞ্চ হওয়া রিয়েলমি ১১ প্রো+ ৫জি ফোনটি অধিক প্রিমিয়াম লুক প্রদান করে। একই সাথে এর রিয়ার ক্যামেরা মডিউলের ডিজাইনও খুবই সুন্দর ও অনন্য। এই ফোন ৮.২ মিমি পাতলা। আর এটিকে দুটি ব্যাক প্যানেল ফিনিশিং এবং তিনটি কালার বিকল্পের সাথে নিয়ে আসা হয়েছে, যথা — প্লাস্টিক ব্যাক প্যানেল (অ্যাস্ট্রাল ব্ল্যাক) এবং ভেগান লেদার (ওয়েসিস গ্রিন এবং সানরাইজ বেইজ)।

অন্যদিকে রেডমি নোট ১২ প্রো+ ৫জি স্মার্টফোনটি রিয়েলমি ব্র্যান্ডিং হ্যান্ডসেটের থেকে সামান্য মোটা, অর্থাৎ ৮.৯ মিমি। এটিকে – আর্কটিক হোয়াইট, আইসবার্গ ব্লু এবং অবসিডিয়ান ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।

Realme 11 Pro+ 5G vs Redmi Note 12 Pro+ 5G : ডিসপ্লে, সেন্সর

রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টাচস্ক্রীন কার্ভড এজ স্টাইলের এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। আবার ইউজারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান থাকছে।

রেডমি নোট ১২ প্রো+ ৫জি স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। এটি একটি ফ্লাট ডিসপ্লে এবং এর ডিজাইন হোল-পাঞ্চ স্টাইলের। এই টাচ প্যানেলটি – অ্যাডাপ্টিভ ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০০ নিট পিক ব্রাইটনেস, ডিসিআই-পি৩ কালার গ্যামেট, ডলবি ভিশন, এইচডিআর১০+ এবং ওয়াইডভাইন এল১ টেকনোলজি সাপোর্ট করে। আর সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

Realme 11 Pro+ 5G vs Redmi Note 12 Pro+ 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে এই হ্যান্ডস্টেট সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম মিলবে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি নোট ১২ প্রো+ ৫জি স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর সহ এসেছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে। এই ফোনে সর্বাধিক ১২ জিবি LPDDR4x র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে।

Realme 11 Pro+ 5G vs Redmi Note 12 Pro+ 5G : ক্যামেরা সেটআপ

ক্যামেরা বিভাগের কথা বললে, Realme 11 Pro+ 5G স্মার্টফোনের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HM3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে মিলবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

ছবি তোলার জন্য Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে বিদ্যমান, যার প্রাইমারি ক্যামেরাটি হল এফ/১.৬৫ অ্যাপারচার সহ ২০০ মেগাপিক্সেলের Samsung HPX সেন্সর। এই ১/১.৪-ইঞ্চির মুখ্য সেন্সরটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি সাপোর্ট করে এবং ১২.৫ মেগাপিক্সেলের পিক্সেল-বিনড ছবি তৈরি করে। আর বাকি দুটি সহায়ক ক্যামেরা হল – ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এই ডিভাইসে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme 11 Pro+ 5G vs Redmi Note 12 Pro+ 5G : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনে ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

রেডমি নোট ১২ প্রো+ ৫জি ফোনে ৪,৯৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, মাত্র ১৯ মিনিটের মধ্যে এই ব্যাটারি ফুল চার্জ হতে সক্ষম। প্রসঙ্গত, ইউজারদের নিরাপদ এবং আরও দক্ষ চার্জিং অভিজ্ঞতা প্রদানের জন্য চার্জার থেকে ফোনের ভিতরের সার্কিটরি পর্যন্ত প্রতিরক্ষামূলক স্তর তৈরী করা হয়েছে।

Realme 11 Pro+ 5G vs Redmi Note 12 Pro+ 5G : দাম

ভারতে রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম থাকছে ২৯,৯৯৯ টাকা।

রেডমি নোট ১২ প্রো+ ৫জি স্মার্টফোনকেও ভারতের বাজারে দুটি স্টোরেজ বিকল্পে লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৯,৯৯৯ টাকা ও ৩২,৯৯৯ টাকা।