Triumph সাবেকি ঘরানার দুই নতুন মোটরসাইকেল ভারতে লঞ্চ করল

গল্প একই, তবে নাম নতুন। Triumph Speed Twin 900 ও Scrambler 900 এর ক্ষেত্রে তেমনই উক্তি করা হয়। আসলে মডেল দু’টি Street Twin ও Street Scrambler-এর রিব্যাজড ভার্সন। সহজ কথায়, এদের নাম বদলে যথাক্রমে Speed Twin 900 ও Scrambler 900 রাখা হয়েছে। ট্রায়াম্ফ এবার সাবেকি ডিজাইনের এই দুই মোটরসাইকেল ভারতে লঞ্চের ঘোষণা করল। এ দেশে তাদের দাম যথাক্রমে ৮.৩৫ ও ৯.৪৫ লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।

Triumph Speed Twin 900 তিনটি রঙের বিকল্পে এসেছে। কালার অনুযায়ী মডেলগুলির দাম আলাদা। যেমন জেট ব্ল্যাক রঙের মডেলটির দাম ৯.৪৫ লক্ষ টাকা। আবার ম্যাট আইরনস্টোন এবং ম্যাট সিলভার মডেলের মূল্য ৮.৪৮ লক্ষ টাকা। অন্যদিকে Triumph Scrambler 900 বাইকটিও তিনটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে। এর জেট ব্ল্যাক মডেলটির দাম ৯.৪৫ লক্ষ টাকা। ম্যাট খাকি ও কার্নিভাল রেড পেইন্ট স্কিম ভার্সন দুটির মূল্য যথাক্রমে ৯.৫৮ লক্ষ টাকা ও ৯.৭৫ লক্ষ টাকা। Ducati Scrambler-এর সাথে এদের জোরদার মোকাবিলা চলবে।

দুটি মডেলেই উপস্থিত একটি ৯০০ সিসি BS6 প্যারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে ৬৪.১ বিএইচপি ক্ষমতা এবং ৮০ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনের সাথে সংযুক্ত একটি ফাইভ স্পিড গিয়ার বক্স এবং একটি স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। ব্রেকিংয়ের জন্য রয়েছে সামনে ৩১০ মিমি ও পেছনে ২৫৫ মিমি ডিস্ক ব্রেক। এছাড়া উপস্থিত অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। সামনের ক্যালিপাড়ে রয়েছে চারটি পিস্টন এবং পেছনের ক্যালিপারে দুটি পিস্টন।

Triumph Speed Twin 900 ও Scrambler 900 দুটি মোটরসাইকেলেই ১২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক বর্তমান। প্রসঙ্গত, ট্রায়াম্ফের ঝুলিতে বর্তমানে ১৪টি মোটরসাইকেল রয়েছে। সেগুলির মধ্যে অ্যাডভেঞ্চার, রোড স্টার এবং মডার্ন ক্লাসিক মডেল বর্তমান। অ্যাডভেঞ্চার গোত্রের মধ্যে পড়ে Triumph Sport 660, 850 Sport, Tiger 900 ও Tiger 1200। আবার Trident 660 ও Street Triple রোডস্টার মডেলের। অন্যদিকে মডার্ন ক্লাসিক গোত্রীয় মডেলগুলি হল Bonneville রেঞ্জের T100, T120 Bobber ও Speedmaster। এছাড়া Speed Twin 1200, Speed Twin 900 ও Scrambler 900 রয়েছে।